বার্লিন দেয়ালের পতন ঘটে কত সালে?

Created: 2 years ago | Updated: 2 years ago
Updated: 2 years ago

বার্লিন টানেল: মার্কিন গোয়েন্দা সংস্থা CIA সমাজতান্ত্রিক রাষ্ট্র পূর্ব জার্মানিতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির জন্য জার্মানির পশ্চিম বার্লিন থেকে আধা কিলোমিটার সুরঙ্গ টানেল নির্মাণ করে পূর্ব জার্মানির দুর্ভেদ্য গোয়েন্দা নেটওয়ার্কে সংযোগ স্থাপন করে।

বার্লিন প্রাচীর:

  • নির্মাণ করা হয়: ১৯৬১ সালে।
  • নির্মাণ করে: পূর্ব জার্মানি
  • নির্মাতা: German Democratic Republic
  • দৈর্ঘ্য: ১৫৫/১৬১ কিলোমিটার
  • ভেঙ্গে ফেলা হয়: ১৯৮৯ সালে ৯ নভেম্বর।
  • দুই জার্মানি একত্রিত হয়: ৩ অক্টোবর, ১৯৯০ (মধ্যরাত্রিতে)
  • মুদ্রা চালু: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুই জার্মানিতে এক মুদ্রা চালু হয় ১৮ মে, ১৯৯০ সালে।
  • বার্লিন প্রাচীর ভাঙার প্রতিক্রিয়া: ১৯৮৯ সালে পোল্যান্ড ও হাংগেরির সমাজতন্ত্রের পতন হয়।

জেনে নিই

  • বিশ্বের সবচেয়ে বড় আইটি মেলা অনুষ্ঠিত হয়- হ্যানোভার, জার্মানি।
  • ব্লাক ফরেস্ট অবস্থিত- জার্মানিতে।
  • ফ্রাঙ্কফুট হলো পৃথিবীর সবচেয়ে বড় জার্মান বইমেলা ।
  • DW (Deutsche Welle) প্রতিষ্ঠিত হয় ১৯৫৩ সালে সংবাদ সংস্থা।
  • জার্মানির প্রথম মহিলা চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল।
  • জার্মানির পার্লামেন্ট এ আসন সংখ্যা হলো- ৬১৪টি।
  • বার্লিন দেয়ালে নির্মিত গেইটের নাম- ব্রান্ডেডবার্গ গেইট।
  • জার্মানির যে রাজা ইংল্যান্ডের সিংহাসনে বসেন- প্রথম জর্জ (১৭১৪ সালে)।
  • প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি আত্মসমর্পন করে- ১৯১৮ সালে।
  • প্রথম বিশ্বযুদ্ধে জার্মানিকে সমর্থন করে- অটোম্যান সাম্রাজ্য।
  • পশ্চিম জার্মানির রাজধানীর নাম ছিল- বন।
  • পূর্ব জার্মানির রাজধানীর নাম ছিল- বার্লিন।
  • নুরেমবার্গে জার্মানির যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়- ১৯৪৫ সালে ।
  • ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) যে দেশভিত্তিক সংস্থা- জার্মান ভিত্তিক ।
  • জার্মানির বর্তমান চ্যান্সেলর- ওলাফ শলৎস
Content added || updated By
Promotion