কলয়েড দ্রবণ হতে কণার কোয়াগুলেশন হয়, যখন
i) দ্রবনে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পরিমাণ বেশি থাকে।
ii) কলয়েড কণার আধান তড়িৎ বিশ্লেষ্য কণার বিপরীত আধান দ্বারা প্রশমিত হয়।
iii) কলয়েড কণা ও বিস্তার মাধ্যম পরস্পর কাছে সরে আসে।
iv) তাপমাত্রা বেশি থাকে।
উল্লিখিত উক্তিসমূহের জন্য নিচের কোন উত্তরটি সঠিক?

Created: 2 years ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

সাসপেনশন ও কোয়াগুলেশনের মধ্যে পার্থক্য লিখ: 

১। তরল মাধ্যমে কঠিন পদার্থের যে অসমসত্ত মিশ্রণে সূক্ষ্মতম কঠিন পদার্থ বা কণাগুলোর আকার 100μm - এর আধিক হলে তা সাসপেনশন হিসেবে ধরা হয়। কোয়াগুলেশন হলো কোন পদ্ধতির মাধ্যমে বিস্তার দশায়, বিস্তারিত অবস্থায় থাকা কণাগুলো বা কোলয়েড কণাগুলো একত্রিত হয়ে মাধ্যমের তলদেশে কিংবা উপরে ভেসে উঠে।

২। সাসপেনশন প্রক্রিয়াটি কণার আকার, বিস্তার মাধ্যমে (সান্দ্রতা কণাগুলোর পারস্পরিক অন্তঃক্রিয়ার উপর নির্ভর করে। কোয়াগুলেশন প্রক্রিয়াটি যান্ত্রিক, রাসায়নিক বা ভৌত পদ্ধীত দ্বারা সম্পন্ন করা হয়।

৩। কোয়াগুলেশনের ক্ষেত্রে যথাযথ রাসায়নিক পদার্থ যোগ করা হয় সূক্ষ্ম কলয়েডিয় কণার সুস্থিতা  নষ্ট করার জন্য। সাসপেনশনের কণাকে তলানীতে জমা হবার জন্য কোন পদার্থ যোগ করা প্রয়োজন হয় না।

 

Promotion