একটি শব্দের অর্থ, উন, বুৎপত্তি লিপিবদ্ধ থাকে কোন গ্রন্থে?
৯. অভিধান
৯.১ বর্ণানুক্রম
৯.২ ভুক্তি ও শীর্ষ শব্দ
৯.৩ কর্ম-অনুশীলন
৯. অভিধান
ইংরেজি Dictionary শব্দটির বাংলা অর্থ ‘অভিধান'। অভিধান হলো ভাষার সেই গ্রন্থ, যা থেকে ভাষার শব্দসমূহ, শব্দের অর্থ, উৎস, ব্যুৎপত্তি, পদ ইত্যাদি বিষয় সম্পর্কে বিশদভাবে জানা যায়। অভিধান জানিয়ে দেয় শব্দের শুদ্ধ রূপ কোনটি, শুদ্ধ বানান কোনটি, শুদ্ধ অর্থ কোনটি। অভিধান মানেই হচ্ছে শুদ্ধতার প্রতীক। পৃথিবীর সব উন্নত ভাষারই অভিধান বা শব্দকোষ আছে। বাংলা ভাষায়ও সংকলিত হয়েছে সমৃদ্ধ অভিধান৷