সিমির বাবা খুবই অসুস্থ। শেষ রাতে টেলিফোনের শব্দ শুনে ভয়ে সিমি দ্রুত শ্বাস-প্রশ্বাস নিতে থাকে। সিমির ছোট বোন রাখির বাড়ির প্রতি কোনো দায়িত্ব নেই। তিনি তার কর্মস্থলে উপরের পোস্টে পদোন্নতি পাবার জন্য ব্যস্ত থাকেন।
রাখির ক্ষেত্রে যা ঘটেছে তা-
i. ব্যক্তিভেদে স্বতন্ত্র
ii. জীবনধারণের জন্য অপরিহার্য নয়
iii. সব ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য
নিচের কোনটি সঠিক?