আমিনা তার পোষা বিড়ালটিকে খুব ভালোবাসত। নিজের খাওয়ার জন্য রাখা দুধটুকু বিড়ালটিকে খাওয়াত। সপ্তাহে একদিন শ্যাম্পু দিয়ে বিড়ালটিকে গোসল করাত। হঠাৎ একদিন বিড়ালটি কোথায় যেন হারিয়ে গেল। বিড়ালটিকে হারিয়ে আমিনা খুব কষ্ট পেল। তবে এজন্য সে কোনো ধরনের উত্তেজনা প্রকাশ করেনি।
উক্ত বিষয়টি-
i. আবেগের অভিজ্ঞতাকে নির্দেশ করে
ii. বস্তুনিষ্ঠ পরিমাপের অযোগ্য
iii. দৈহিক প্রকাশের ওপর নির্ভরশীল
নিচের কোনটি সঠিক?