লুবনা ও ঝরনা হোস্টেলে একই রুমে থাকত। পরস্পর পরস্পরের সুখ- দুঃখের অংশীদার ছিল। হঠাৎ একটি দুর্ঘটনায় ঝরনা মৃত্যুরকোলে ঢলে পড়ে। ঝরনার মৃত্যুতে লুবনা অত্যন্ত মর্মাহত হয়। লুবনার বিয়োগ ব্যথায় সর্বদা তার মনটা ভারাক্রান্ত থাকে।
লুবনার মধ্যে কোনটির উপস্থিতির ফলে ঝরনার মৃত্যু তাকে মর্মাহত করে?