দীপক তার মায়ের কাছে একটি মোবাইল চাইল। তার মা মোবাইল দিতে অস্বীকার করায় সে অত্যন্ত রেগে গেল। রাগের তীব্রতায় তার চোখের মণি দুটো বড় হয়ে গেল এবং শরীরের লোম খাড়া হয়ে উঠল।
মোবাইল না পেয়ে দীপকের মধ্যে যে আবেগীয় প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তার পেছনে দেহের কোন অংশটি কার্যকর?