মেহতাব খানম একজন বিশিষ্ট মনোবিজ্ঞানী। তার কাছে এক দম্পতি এসেছিল কারণ তারা সব সময় ভীতসন্ত্রস্ত থাকে। মেহতাব খানম তাদের আর্থ-সামাজিক অবস্থা, ব্যক্তির ধরন, বুদ্ধির বিকাশ, পেশাগত দৃষ্টিভঙ্গিসহ জীবনের সমস্ত তথ্য সংগ্রহ করে জানতে পারেন তারা সাভারে রানা প্লাজায় কাজ করত। এটা ভেঙে পড়ার পর তারা কোনোভাবে রক্ষা পায়।
মেস্তাব খানম মনোবৈজ্ঞানিক গবেষণার কোন পদ্ধতি ব্যবহার করে?