মৌসুমির বুটিকশপ আছে। মৌসুমি তার পোশাকে যে প্রিন্ট ব্যবহার করেন তা প্রথম ইউরোপের বস্ত্র ছাপায় ব্যবহৃত হয়েছিল। তিনি বস্ত্র ছাপার কাজে কাঠের ডায়েস, প্রাকৃতিক উপাদান যেমন- ঢেঁড়স, আলু, গাজর প্রভৃতি ব্যবহার করেন। প্রিন্টিং কাজের প্রয়োজনীয় সরঞ্জামও রয়েছে তার।
মৌসুমি তার তৈরিকৃত পোশাকে কোন পদ্ধতি ব্যবহার করেন?