রাজশাহীর আর. ডি. মার্কেটে সাদিবের একটি বাচ্চাদের পোশাকের দোকান আছে। সাদিব অভিজ্ঞতার আলোকে ক্রেতাদের পছন্দের মাত্রা বুঝে পণ্যের দাম নির্ধারণ করেন। পাশে আরেকটি দোকানে একদামে একই ধরনের পণ্য বিক্রি শুরু করে। এর ফলে, সাদিবের অনেক ক্রেতাই নতুন দোকান থেকে পণ্য ক্রয় করতে থাকে।
জনাব সাদিবের সমস্যা দূরীকরণে করণীয়-
i. ক্রেতাদের আস্থা অর্জনে কাজ করা
ii. প্রতিযোগীদের মূল্য বিবেচনা করা
iii. প্রতিযোগীদের পণ্যের মান বিবেচনা করা
নিচের কোনটি সঠিক?