বশির, কামাল ও সুদর্শন শিকদার কতকগুলো সাধারণ স্বার্থ এবং অনুভূতি, একই আচার-ব্যবহার এবং রীতিনীতিতে প্রণোদিত হয়ে ঐক্যবদ্ধভাবে মিলেমিশে বাস করে। বশির ও কামাল সারাদিন মাছ ধরে যে টাকা অর্জন করে তা সুদর্শন শিকদারের কাছে জমা করে সঞ্চয় হিসেবে। সুদর্শন উক্ত টাকা তার তাঁত ব্যবসায়ে বিনিয়োগ করে এবং তা থেকে বশির ও কামালকে নির্দিষ্ট হারে লভ্যাংশ প্রদান করে
বশির, কামাল ও সুদর্শন শিকদার সংগঠিত হয়েছে-
i. স্বতঃস্ফূর্তভাবে
ii. স্বার্থ কিংবা উদ্দেশ্য নির্ণয় না করে
iii. স্বার্থ বা উদ্দেশ্যকে সামনে রেখে
নিচের কোনটি সঠিক?