শিমুল নবম শ্রেণিতে পড়ে। তার বাবা চিকিৎসক এবং মা কলেজের শিক্ষক। নেত্রকোনার বিরিশিরিতে তারা বাস করে। শিমুলের দাদা- দাদি এবং ছোট ফুফু তাদের সাথে একই বাড়িতে থাকে। শিমুল সব সময় তার পরিবারের সাথে আনন্দে সময় কাটায়।
অনুচ্ছেদে শিমুলের পরিবারের মাধ্যমে নিচের কোনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?