রাজা সাহেব স্ত্রী ও দুই সন্তানসহ বাস করেন। চাকরির কারণে পরিবারে সময় দিতে না পারলেও সংসারের প্রয়োজনীয় খরচাপাতি, বাজারসদাই, বাচ্চাদের পড়ার খরচ তিনিই করেন। এতদিন বাসায় সন্তানদের সার্বিক দেখাশোনা করার কাজটা মিসেস রাজাই করেছেন। সদ্য তিনি একটা চাকরিতে যোগ দেওয়ার কারণে এ কাজটা ভালোভাবে করতে পারছেন না। সে কারণে বাচ্চা দুটোকে একটা চাইল্ড হোম-এ ভর্তি করে দিয়েছেন।
রাজা সাহেবের পরিবারের প্রেক্ষাপটে বলা যায় যে-
i. পরিবারের ভূমিকা বিলুপ্তির পথে
ii. পরিবারে বিকল্প প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছে
iii. পরিবারের ভূমিকা পরিবর্তনশীল
নিচের কোনটি সঠিক?