বিশ্ব অলিম্পিকে A দেশের দৌড়বিদ মি. 'ক' বিগত বছরের মতো এবারও ১০০ মিটার দৌড়ে স্বর্ণ জয়ের ধারা অব্যাহত রেখেছে। আশির দশকে তার দাদাও স্বর্ণ জয় করেছিল। এবার তার পাশাপাশি তার সহযোগীও সাফল্যের ধারা রক্ষা করেছে। গবেষণা ফলাফলে দেখা যায় যে, তাদের সাফল্যের পিছনে খাদ্যাভ্যাস, জলবায়ু, দক্ষতা ও অনুশীলন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
উদ্দীপকে গবেষণা ফলাফল যে উপাদানের প্রভাবকে নির্দেশ করেছে তা হলো-
i. ভৌগোলিক
ii. জৈবিক
iii. সাংস্কৃতিক
নিচের কোনটি সঠিক?