তিব্বতের তুলুং উপজাতির উৎপাদন পদ্ধতি খুব একটা উন্নততর ছিল না। তারপরও মাটির উর্বরতার জন্যে তারা প্রচুর ফসল পেতো। অভাব তাদের প্রায় ছিল না বললেই চলে। এ জাতির বৈশিষ্ট্য হচ্ছে এরা অতিথিপরায়ণ, রাতে ঘুমের সময় দরজা বন্ধ করে না এবং পথে অন্যদের কিছু হারিয়ে গেলে তা কুড়িয়ে নেয় না।
তুলুং উপজাতির বৈশিষ্ট্যগুলোকে আমরা এককথায় কী বলতে পারি?