আমবাগিচা মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রতি বছর রমজানের ছুটিতে তাঁত, বেত ও মৃৎশিল্পের মেলা বসে। মেলায় নানা ধরনের বাহারি রঙের কাপড় ও মাটির বাসন-কোসনের দোকান বসে। এছাড়া বেতের তৈরি বিভিন্ন আসবাবপত্রের দোকানও দেখা যায়।
আমবাগিচা মাধ্যমিক বিদ্যালয় মাঠে কোন ধরনের সাংস্কৃতিক পণ্য কেনাবেচা হয়?