'রহিম স্পিনিং মিল' যশোরের নওয়াপাড়ায় অবস্থিত একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান। এখানে সুতা কাটার যন্ত্রপাতি একটি কক্ষে এবং কাপড় বুননের যন্ত্রপাতি আরেকটি কক্ষে সংস্থাপন করা আছে বাজারে প্রতিষ্ঠানটির উৎপাদিত কাপড়ের বেশ চাহিদা আছে এবং কর্মীরা প্রতিষ্ঠানটিতে কাজ করে বেশ আনন্দিত।
'রহিম স্পিনিং মিল' এ কোন ধরনের বিন্যাস করা হয়েছে?