মিসেস আনজুমান রংপুর শহরে 'স্টাইল জোন' নামে একটি উৎপাদন প্রতিষ্ঠান স্থাপন করেন। প্রতিষ্ঠানটির পণ্য বিভিন্ন শো-রুমের মাধ্যমে বিক্রয় করা হয়। শো-রুমগুলোতে শার্ট, প্যান্ট, নকশি কাঁথা, লেডিস ব্যাগ প্রভৃতি বিক্রয়ের জন্য ভিন্ন ভিন্ন বিভাগ রয়েছে। ফলে ক্রেতারা সহজে ও কম সময়ে পছন্দমতো পণ্য ক্রয় করতে পারে।
স্টাইল জোনের শো-রুমগুলোতে কোন ধরনের বিন্যাস করা হয়েছে?