জনাব জামালের আসবাবপত্র তৈরি কারখানায় শ্রমিকরা ৫টি রুমে কাজ করে। এসব রুমের একটিতে বিভিন্ন সাইজে কাঠ কাটা হয়। একটিতে নকশা, একটিতে রং ও বার্নিশ, একটিতে সংযোজন করা হয়। জনাব জামাল ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন নকশা, রং, বার্নিশ ও সাইজের আসবাবপত্র তৈরি করেন।
জনাব জামাল কোন ধরনের বিন্যাস ব্যবহার করেন?