সানিয়ার বাবা সরকারি কর্মকর্তা। চার সদস্য বিশিষ্ট পরিবারে তাদের তেমন সমস্যা হয় না। তবে মাস শেষে তাদের কোনো সঞ্চয় থাকে না। পক্ষান্তরে রাশিদার বাবা তুলনামূলকভাবে ছোট চাকরি করেন। পাঁচ সদস্যের পরিবার পরিচালনা করেও গত দশ বছরে ঢাকায় দুটি বাড়ির মালিক হয়েছেন, অথচ চাকরি ছাড়া তার আর কোনো বৈধ আয়ের ব্যবস্থা নেই।
সানিয়ার বাবার সঞ্চয় থাকে না কেন?