সুজন আলী একজন পাট চাষি। তিনি এ বছর তার দুই খন্ড জমিতে সিসি ৪৫ ও ও-৯৮৯৭ জাতের পাটের চাষ করেন। তিনি সি সি-৪৫ জাতের পাট আষাঢ় মাসে ও ও-৯৮৯৭ জাতের পাট ভাদ্র মাসে কাটেন। তিনি প্রতি খণ্ড থেকে ২০০০টি করে আঁটি পান। পাট জাগ দেওয়ার সময় তিনি ইউরিয়া সার প্রয়োগ করে অতঃপর পাট জাগ দিয়েছেন।
সুজন আলী পাট জাগ দেওয়ার সময় কত কেজি ইউরিয়া সার ব্যবহার করবেন?