বাংলাদেশে সরাসরি সর্বোচ্চ বিনিয়োগকারী দেশ-

Created: 6 years ago | Updated: 2 months ago
Updated: 2 months ago
  • বাংলাদেশে বিনিয়োগ বোর্ড গঠিত হয় ১ জানুয়ারি, ১৯৮৯ সালে।
  • বাংলাদেশ বিনিয়োগ বর্ষ ঘোষণা করা হয় ১৯৯৭ সালকে।
  • ঢাকায় প্রথম আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন হয় ৬-৭ ডিসেম্বর, ১৯৯৭ সালে।
  • বাংলাদেশের বৈদেশিক মুদ্রার সিংহভাগ আসে তৈরী পোশাক থেকে ।
  • বর্তমানে বাংলাদেশকে সবচেয়ে বেশি সাহায্য প্রদান করে জাপান ।
  • বাংলাদেশের রপ্তানি আয়ের দ্বিতীয় সর্বোচ্চ ভাগ আসে চিংড়ি (হিমায়িত খাদ্য থেকে)।
  • বাংলাদেশের রপ্তানি আয়ের তৃতীয় ভাগ আসে চামড়া থেকে ।
  • বৈদেশিক বাণিজ্যের প্রসারের জন্য দূতাবাসে নিয়োগ করা হয় ইকনোমিক কাউন্সিলর।
  • বিদেশে বাংলাদেশি পণ্য মেলার আয়োজন করে রপ্তানি উন্নয়ন ব্যুরো।
  • বাংলাদেশ উন্নয়ন ফোরামের প্রধান সমন্বয়কারী বিশ্বব্যাংক।
  • বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে যুক্তরাষ্ট্র থেকে।
  • বাংলাদেশ টাকার অংকে সবচেয়ে বেশি রপ্তানি করে যুক্তরাষ্ট্রের কাছে।
  • বাংলাদেশ টাকার অংকে সবচেয়ে বেশি আমদানী করে চীন থেকে।
  • বাংলাদেশের সাথে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক নেই ইসরাইলের সাথে।
  • বাংলাদেশ ইউরোপিয় ইউনিয়নের লুক্সেমবার্গ দেশ ছাড়া সব দেশই পণ্য রপ্তানি করে।
  • বাংলাদেশ উন্নয়ন ফোরাম বা এইড ক্লাব প্রতিষ্ঠিত হয় ১৯৭৪ সালে ফ্রান্সের প্যারিসে।
  • বাংলাদেশ উন্নয়ন ফোরাম বা এইড ক্লাবের বৈঠক হয় ফ্রান্সের রাজধানী প্যারিসে।
  • বিশ্বব্যাংকের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ফোরামের বৈঠক অনুষ্ঠিত হয়।
  • এইড ক্লাবের বর্তমান নাম বাংলাদেশ উন্নয়ন ফোরাম ।
  • বাংলাদেশ উন্নয়ন ফোরাম বা এইড ক্লাবের সদস্য ২৬টি (১৬ টি দেশ ও ১০টি সংস্থা)।
  • বাংলাদেশের তৈরী পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র।
  • বাংলাদেশে তৈরি পোশাকের দ্বিতীয় বৃহৎ বাজার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহ।
  • বাংলাদেশের প্রধান পার্ট আমদানিকারক দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।
  • বাংলাদেশকে সবচেয়ে বেশী ঋণ প্রদান করে I.D.A
  • LD.A ঋণ প্রদানের জন্য সারাবিশ্বে Soft loan Window / Soft Loan Corner নামে পরিচিত।
  • একজন বিদেশি বাংলাদেশে কত ডলার বিনিয়োগ করলে এদেশের নাগরিকত্ব পাবেন ৫ লক্ষ মার্কিন ডলার।
  •  

জেনে নিই

  • বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি চালু হয় ১৯৯১ সালে।
  • বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (LDC) থেকে উন্নয়নশীল দেশের তালিকাভুক্তির সুপারিশপ্রাপ্ত হয় ২০২১।
  • বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (LDC) থেকে আনুষ্ঠানিকভাবে বেড়িয়ে যাবে- ২০২৬ সালে।

LDC থেকে উত্তরণের শর্ত- ৩টি; যথা-

  1. মাথাপিছু আয়
  2. মানবসম্পদ উন্নয়ন এবং
  3. জলবায়ু ও অর্থনৈতিক ভঙ্গুরতা।
  • অর্থনৈতিক সংস্থার নাম- ECNEC; এর সভাপতি প্রধানমন্ত্রী (বিকল্প প্রধান- অর্থ ও পরিকল্পনা মন্ত্রী)
  • বাংলাদেশ পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান- প্রধানমন্ত্রী (সহ-সভাপতি- পরিকল্পনামন্ত্রী)।
  • বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়ের বিভাগ রয়েছে- ৪টি।
  • নিকাশ ঘর বলতে বুঝায়- বাংলাদেশ ব্যাংক ও তফসিলি ব্যাংকের মধ্যে পারস্পারিক দায়িত্ব পালন।
  • যেখানে বাংলাদেশ ব্যাংকের শাখা নেই সেখানে নিকাশ ঘরের দায়িত্ব পালন করে সোনালী ব্যাংক ।
  • বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয়- ১৯৭৩ সালে।
  • রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) কার্যক্রম শুরু করে- ১৯৮৭ সালে ।
  • বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেড।
  • বাংলাদেশে প্রথম রেডিক্যাশ চালু করে- জনতা ব্যাংক লিমিটেড।
  • শতভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক- বেসিক ব্যাংক লিমিটেড।
  • বাংলাদেশে প্রথম বিদেশি ব্যাংক- স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড (টেলি ব্যাংকিং চালু করে)
  • বাংলাদেশে প্রথম মাস্টার কার্ড চালু করে- ANZ Grindlays
  • দেশে টাকা জাদুঘর অবস্থিত- মিরপুর: ২০১৩ সালে (বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি।)
  • আদমশুমারীর নতুন নাম- জনশুমারী ও গৃহগণনা।
  • দেশে আদমশুমারী অনুষ্ঠিত হওয়ার সাল- ১৯৭৪, ১৯৮১, ১৯৯১, ২০০১, ২০১১, ২০২২ সালে ।
  • বাংলাদেশে কৃষিশুমারি অনুষ্ঠিত হয় ১৯৬০, ১৯৭৭, ১৯৮৩, ১৯৯৬, ২০০৮ ও ২০১৯ সালে ।
  • দারিদ্র্য বিমোচন সংক্রান্ত কৌশলপত্র- PRSP (Poverty Reduction Strategy Papers )
  • বাংলাদেশের অর্থনৈতিক নীতিনির্ধারণ এবং উন্নয়ন প্রকল্প অনুমোদন সংক্রান্ত সর্বোচ্চ ।
  • জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি অবস্থিত- নীলক্ষেত, ঢাকা।
  • সামাজিক নিরাপত্তার জন্য বাংলাদেশে বয়স্ক ভাতা চালু হয়- ১৯৯৮ সালে।
  • পরার্থপরতার অর্থনীতি এবং আজব ও জব আজব অর্থনীতি গ্রন্থ ২টির রচয়িতা- আকবর আলী খান।
  • একটি বাড়ি একটি খামার প্রকল্পটি চালু হয়- ১৯৯৮ সালে।
  • একটি বাড়ি একটি খামার প্রকল্পটির বর্তমান নাম- আমার বাড়ি, আমার খামার ।
Content added By
Content updated By
Promotion