Admission

ওয়ার্ড প্রসেসিং- Word Processing

তথ্য প্রযুক্তি - কম্পিউটার - ওয়ার্ড প্রসেসিং- Word Processing
Please, contribute to add content into ওয়ার্ড প্রসেসিং- Word Processing.
Content

ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার

ওয়ার্ড প্রসেসিং এর অর্থ হচ্ছে শব্দ প্রক্রিয়াকরণ। কম্পিউটারের কি-বাের্ডের মাধ্যমে শব্দ টাইপ করে সম্পাদনা ও অন্যান্য কাজ করে প্রয়ােজন অনুযায়ী সুন্দরভাবে সাজিয়ে কাগজে ছাপানাের প্রক্রিয়াকে ওয়ার্ড প্রসেসিং বলা হয়। ওয়ার্ড প্রসেসিং এর জন্য কম্পিউটারে যে সব সফটওয়্যার ব্যবহার করা হয় তাকে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার বলা হয়। আমেরিকার বিখ্যাত মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক বাজারজাতকৃত মাইক্রোসফট ওয়ার্ড (এম এস ওয়ার্ড) হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার করা একটি স্ট্যান্ডার্ড ওয়ার্ড প্রসেসিং প্রােগ্রাম।

Content added || updated By

পেজ লে-আউট (page layout) হলো এম এস ওয়ার্ডের তৃতীয় ট্যাব মেন্যু। এই ট্যাব মেন্যুর মধ্যে আছে পেজ সেট-আপ এর জন্য বা পেজ কে সুন্দর ভাবে সাজানোর জন্য বিভিন্ন উপকরন। সাধারনত একটি ডকুমেন্ট তৈরি করার জন্য পেজ লেইআউট এর গুরুত্ব অনেক। MS word bangla তে আমরা জানবো এম এস ওর্য়াডের পেজ লে আউটের বিভিন্ন কমান্ড সমূহ।

Content added By

বাংলায় ওয়ার্ড প্রসেসিং

ওয়ার্ড প্রসেসিং শব্দের অর্থ হচ্ছে শব্দ প্রক্রিয়াকরণ। লিখিত শব্দকে কম্পিউটারের মাধ্যমে প্রসেস করে ডকুমেন্ট বা দলিল তৈরি করার পদ্ধতিকে ওয়ার্ড প্রসেসিং বলে। আর যা দিয়ে ওয়ার্ড প্রসেসিং এর কাজ করা হয় তাকে ওয়ার্ড প্রসেসর বলে। অর্থাৎ ওয়ার্ড প্রসেসর হল শব্দ প্রক্রিয়াকরণের মাধ্যম বা উপকরণ।

Content added By

আরও দেখুন...

Promotion