Book details
SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

Book

আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স | গুরুত্বপূর্ণ ১০০০ MCQ প্রশ্ন

Free
This book includes
Language
Bangla
Rating
No Rating
Category
N/A

আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স | গুরুত্বপূর্ণ ১০০০ MCQ প্রশ্ন

আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স | গুরুত্বপূর্ণ ১০০০ MCQ প্রশ্ন
(no review yet )
Author: Satt Academy

Book Specifiaction & Summary

Title আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স | গুরুত্বপূর্ণ ১০০০ MCQ প্রশ্ন
Category Jobs
Author Satt Academy
Price Free
Language Bangla
Short Description আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স | গুরুত্বপূর্ণ ১০০০ MCQ প্রশ্ন

আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স | গুরুত্বপূর্ণ ১০০০ শর্ট প্রশ্ন

1. বিশ্ব ডিম দিবস উদযাপিত হয় কত তারিখে?
উত্তরঃ প্রতি বছর অক্টোবরের দ্বিতীয় শুক্রবারে বিশ্ব ডিম দিবস উদযাপিত হয়

2. সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের সড়কে সর্বোচ্চ কত সিসি পযর্ন্ত মোটরসাইকেল চলাচলের অনুমতি দিয়েছে?
উত্তরঃ ৩৭৫ সিসি।

3. ২০২৩ সালে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয় কোন দেশে?
উত্তরঃ ব্রাজিল (সবচেয়ে বেশি মানুষ মারা যায়- বাংলাদেশে)।

4. 'বাঙ্গালির চিন্তামূলক রচনা সংগ্রহ কয়টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে?
উত্তরঃ ১৬ টি।

5. বাঙ্গালির ২০০ বছরের ভাবনাকে একত্র করার উদ্দেশ্যে বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে প্রকাশিত হতে যাওয়া অতিকায় আকরিক গ্রন্থমালার নাম কী?
উত্তরঃ বাঙ্গালির চিন্তামূলক রচনা সংগ্রহ।

6. ডিম উৎপাদন বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম ?
উত্তরঃ ১১তম (শীর্ষ চীন)

7. 'মুজিব: একটি জাতির রূপকার' ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন কে?
উত্তরঃ আরিফিন শুভ

8. বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম কী?
উত্তরঃ মুজিব: একটি জাতির রূপকার (Mujib : The Making of a Nation)

9. দোহাজারী-কক্সবাজার রেলপথ করে উদ্বোধন করা হবে?
উত্তরঃ ১২ নভেম্বর, ২০২৩।

10. বর্তমানে দেশে মোট কয় ধরনের 'সামাজিক সুরক্ষা' কার্যক্রম চলছে?
উত্তরঃ ১১৩।

11. কোন দেশ ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ করেছে?
উত্তরঃ ভেনিজুয়েলা

12. সম্প্রতি বাংলাদেশ কোন দেশের সামরিক প্ল্যাটফর্মে যুক্ত হয়?
উত্তরঃ জাপান (Official Security Assistance).

13. বাংলাদেশে টিকা উৎপাদন কারখানা বানানোর জন্য এডিবি কী পরিমাণ ঋণ দেবে?
উত্তরঃ ৩৪ কোটি ডলার।

14. দোহাজারী থেকে কক্সবাজার রেলপথ উদ্বোধন হবে কবে?
উত্তরঃ ১২ নভেম্বর ।

15. সরকারের ‘পার্টনার' নামক মেগা প্রকল্পের মাধ্যমে কতজন কৃষককে স্মার্ট কার্ড দেওয়া হবে?
উত্তরঃ ২ কোটি ২৭ লাখ ৫৩ হাজার ৩২১ জনকে।

16. চীনকে মোকাবিলায় তাইওয়ানের তৈরি নতুন সাবমেরিন-
উত্তরঃ হাইকুন (Haikun )

17. রামাল্লাহ্ (Ramallah) কোন দেশের শহর ?
উত্তরঃ ফিলিস্তিন

18. ইলিশ মাছের প্রজনন মৌসুম কখন?
উত্তরঃ সেপ্টেম্বর-অক্টোবর (সর্বোচ্চ প্রজনন) ও জানুয়ারি-ফেব্রুয়ারি (দ্বিতীয় সর্বোচ্চ প্রজনন)

19. এ পর্যন্ত কয়টি আরব-ইসরায়েল যুদ্ধ সংঘটিত হয়েছে?
উত্তরঃ ৪টি

20. বিশ্বের প্রথম মুভেবেল ওয়্যারলেস কম্পিউটার তৈরি করেছে কোন কোম্পানি?
উত্তরঃ এইচপি ব্রান্ড

21. বিশ্বব্যাপী আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত হয়-
উত্তরঃ ১১ অক্টোবর

22. ২০২৮ সালের অলিম্পিক গেম্স কোন শহরে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র

23. সার্চ জায়ান্ট গুগলের মূল মালিকানা কোন প্রতিষ্ঠানের?
উত্তরঃ অ্যালফাবেট ইনকর্পোরেশন

24. 'বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কোথায় নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়?
উত্তরঃ লাঠিটিলা, মৌলভীবাজার

25. অর্থনীতিতে নোবেল প্রাপ্ত ৩ জন নারীর নাম কী?
উত্তরঃ এলিনর অস্ট্রম (USA, ২০০৯), এথার ডুফ্লো (France, ২০১৯ ) এবং ক্লাডিয়া গোল্ডিন (USA, ২০২৩)

উত্তরঃ ১৮টি

Author : N/A

Author Info : N/A

Publisher : N/A

Publisher Info : N/A

Publish At : N/A

More Business Book Collection

Most view books

New
View Item
৳20 ৳ 18
10% off

All Review

There is no review yet.

Student Feedback

4.7

5785 Rating
98%
78%
55%
60%
10%


Promotion