অটোক্যাড ইন্সটল করার দক্ষতা অর্জন

এসএসসি(ভোকেশনাল) - মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড-২ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK
9
9

অটোক্যাড সফটওয়্যার ইন্সটল করার জন্য সুনির্দিষ্ট কিছু নিয়ম অনুসরন করতে হয়। এখানে AutoCAD Mechanical-2023 সফ্টওয়্যারটি ইন্সটল করার ধাপ সমূহ বর্ণনা করা হল-

পারদর্শিতার মানদন্ড : 

১. স্বাস্থ বিধি মেনে ব্যাক্তিগত নিরাপত্তা পোষাক (পিপিই) পরিধান করা; 

২. প্রয়োজন অনুযায়ী কাজের স্থান প্রস্তুত করা; 

৩. কাজের প্রয়োজন অনুযায়ী টুলস, মেটেরিয়ালস ও ইকুইপমেন্ট সংগ্রহ ও প্রস্তুত করা; 

৪. কাজের নিমিত্তে কম্পিউটার অন করা; 

৫. কাজের ধাপ অনুসরন করে অটোক্যাড ইন্সটল করার প্রস্তুতি গ্রহন করা; 

৬. কাজের ধাপ অনুসরন করে অটোক্যাড ইন্সটলেশন সম্পন্ন করা; 

৭. কাজের শেষে যথানিয়মে কম্পিউটার সাটডাউন করা; 

৮. কাজের স্থান ও যন্ত্রপাতি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং 

৯. চেক লিষ্ট অনুযায়ী যথা স্থানেসংরক্ষন করা;

 

ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম (PPE):

 

প্রয়োজনীয় যন্ত্রপাতি ( Required Equipment) :

ইন্সটলেশনের ধাপ: 

১. প্রথমেই কম্পিউটারের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। 

২. এক্টিভেট (Activate) সফটওয়্যার গুলিকে ঐ সময়ের জন্য ডি- এক্টিভেট (De-Activate) করে দিতে হবে।

৩. উইন্ডোজ রিয়েল টাইম প্রোটেকশানকে ট্রান অন করে দিতে হবে । 

৪. কম্পিউটারে কোন এন্টিভাইরাস এক্টিভেট থাকলে সেটিকে ডি-এক্টিভেট করে দিতে হবে এখন কম্পিউটার AutoCAD সফ্টওয়্যারটি ইন্সটল করার জন্য রেডি হয়ে গেল । 

৫. AutoCAD Mechanical-2023-> Double Click

Setup File →→→→→ Double Click

৬. Do you want to allow this app to make changes to your device → Yes

৭. Yes click করলে নিচের চিত্রের মত Installing লিখা বক্স আসবে এবং Instil সম্পন্ন হবে ইন্সটলেশন সম্পন্ন হওয়ার পূর্বে কম্পিউটার রি-স্টার্ট নিবে এবং স্কিনে AutoCAD 

Mechanical- 2023 এর আইকনটি দেখা যাবে।

৮. AutoCAD Mechanical-2023 এর আইকনের উপর ডাবল ক্লিক করলে AutoCAD ওপেন হবে । AutoCAD ওপেন হলে এটি কাজ না করে সিরিয়াল নাম্বার চাইবে। এখন আবার AutoCAD এর ফুল ফাইলে গিয়ে Crack ফাইলে ক্লিক করে acad ফাইলটি কপি করতে হবে

৯. এরপর ফুল স্কিনে এসে AutoCAD Mechanical-2023 আইকনের উপর রাইট ক্লিক করেলে Open tab / open file location -এ গিয়ে Copy করা acad ফাইলটি past করতে হবে।

১০. acad ফাইলটি past করার পর Auto CAD Mechanical- 2023 সফটওয়্যারটি কাজ করার জন্য রেডি হয়ে যাবে, আর এর মাধ্যমে শেষ হবে Instalation এর কাজটি। 

১১. এখন স্কিনে AutoCAD Mechanical-2023 এর আইকনের উপর ডাবল ক্লিক অথবা রাইট বাটন ক্লিক করে এর Open বাটনের উপর ক্লিক করলে এটি চালু হয়ে যাবে।

 

সতর্কতা: 

১. কাজের সময় মাস্ক ব্যবহার করবো। 

২. কাজের সময় সঠিক নিয়মে বসবো। 

৩. ড্রয়িং করার স্থানে পর্যাপ্ত লাইটিং এর ব্যবস্থা করে নিবো। 

৪. কাজের সময় কম্পিউটার হতে নির্দিষ্ট দুরত্ব বজায় রেখে বসবো। 

৫. প্রয়োজন হলে চোখের নিরাপত্তার জন্য সেফটি গগলস পরবো । 

৬. কাজের সময় ইউ.পি.এস এর সার্পোট/ল্যাপটপ এর বেটারি চার্জ চেক করে নিবে।

অর্জিত দক্ষতা: 

অটোক্যাড ইন্সটল করার দক্ষতা অর্জন হয়েছে। যা ৰান্তৰ ক্ষেত্রে যথাযথ ভাবে প্রয়োগ করা সম্ভৰ হবে।

 

 

Content added By
Promotion