অনুশীলনী

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) - বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (নতুন সংস্করণ) - বাক্যের বর্গ | | NCTB BOOK
4

সঠিক উত্তরে টিক চিহ্ন (✓) দাও। 

১. বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে কী বলে? 

ক. বর্গ খ. উদ্দেশ্য গ. বিধেয় ঘ. বাক্যাংশ 

২. 'বর্গ' আসলে - 

ক. বাক্যের বিন্যাস খ. ধ্বনিগুচ্ছ গ. বর্ণের সমষ্টি ঘ. শব্দের গুচ্ছ 

৩. বর্গের নাম হয় - 

ক. পদ অনুযায়ী খ. বাক্য অনুযায়ী গ. ধ্বনি অনুযায়ী ঘ. বর্ণ অনুযায়ী

৪. বিশেষ্যের আগে এক বা একাধিক বিশেষণ বা সম্বন্ধপদ যুক্ত হয়ে কোন বর্গ তৈরি হয়? 

ক. বিশেষ্যবর্গ খ. বিশেষণবর্গ গ. ক্রিয়াবিশেষণবর্গ ঘ. ক্রিয়াবর্গ 

৫. বিশেষণ জাতীয় শব্দের গুচ্ছকে বলে- 

ক. বিশেষ্যবর্গ খ. ক্রিয়াবিশেষণ-বর্গ গ. বিশেষণবর্গ ঘ. ক্রিয়াবর্গ 

৬. বিধেয় অংশের ক্রিয়া সাধারণত - 

ক. বিশেষ্যবর্গ খ. বিশেষণবর্গ গ. ক্রিয়াবিশেষণ-বর্গ ঘ. ক্রিয়াবর্গ

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

বাক্যের বিন্যাস
ধ্বনিগুচ্ছ
বর্ণের সমষ্টি
শব্দের গুচ্ছ
পদ অনুযায়ী
বাক্য অনুযায়ী
ধ্বনি অনুযায়ী
বর্ণ অনুযায়ী
Promotion