অনুশীলনী

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) - বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (নতুন সংস্করণ) - সংখ্যাবাচক শব্দ | | NCTB BOOK
1

সঠিক উত্তরে টিক চিহ্ন (✓) দাও। 

১. নিচের কোনটি সংখ্যাবর্ণ? ক. পাঁচ খ. ৩ গ. আড়াই ঘ. ৪ঠা 

২. নিচের কোনটি সংখ্যাশব্দ? ক. বারো খ. ২৩৩ গ. দুজন ঘ. একাকী 

৩. একের পর এক যে সংখ্যাগুলো আসে সেগুলোকে কী বলে? ক. ক্রমবাচক খ. পূরণবাচক গ. সংখ্যাবাচক ঘ. তারিখবাচক 

৪. নিচের কোনটি পূরণবাচক সংখ্যাশব্দ? ক. পহেলা খ. সাত গ. সতেরো ঘ. দ্বি 

৫. নিচের কোনটি পূরণবাচক সংখ্যাশব্দ নয়? ক. উনিশে খ. আড়াই গ. আশি ঘ. তেহাই 

৬. সাধারণ পূরণবাচকের নারীবাচক রূপের ব্যবহার আছে কোনটিতে? ক. দশমী খ. ষোড়শ গ. আটাশে ঘ. ষোলই 

৭. পূর্ণসংখ্যার থেকে খানিকটা কম বা বেশি বোঝালে কী ধরনের পূরণবাচক হয়? ক. গুণিতক পূরণবাচক খ. ভগ্নাংশ পূরণবাচক গ. তারিখ পূরণবাচক ঘ. সাধারণ পূরণবাচক

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

Promotion