বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (নতুন সংস্করণ)

অনুশীলনী

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) - বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (নতুন সংস্করণ) - আবেগ | NCTB BOOK

সঠিক উত্তরে টিক চিহ্ন (✓) দাও। 

১. আবেগ শব্দ কীভাবে ব্যবহৃত হয়? 

ক. স্বাধীনভাবে খ. অনুমোদিতভাবে গ. নিয়ন্ত্রিতভাবে ঘ. শর্তসাপেক্ষে

২. অনুমোদন, সম্মতি ও সমর্থন প্রকাশ পায় কোন জাতীয় আবেগ শব্দে? 

ক. সিদ্ধান্ত আবেগ খ. অলঙ্কার আবেগ গ. বিস্ময় আবেগ ঘ. সম্বোধন আবেগ 

৩. নিচের কোনটি সঠিক?

ক. হ্যাঁ- সিদ্ধান্ত আবেগ খ. শাবাশ - আতঙ্ক আবেগ গ. আরে করুণা আবেগ ঘ. আহা বিস্ময় আবেগ 

৪. সম্বোধন আবেগ আছে কোন বাক্যে? 

ক. ওহে, কী বলেছি, শুনেছ? খ. নাহ্, ওকে নিয়ে আর পারি না। গ. আরে! তুমি আবার কখন এলে? ঘ. দুর! ওসব কথা আমি বলিনি। 

৫. নিচের কোনটি অলংকার আবেগ? 

ক. হে বন্ধু, তোমাকে অভিনন্দন। খ. আহা! বেচারার এত কষ্ট! গ. উহ্! কী বিপদে পড়া গেল। ঘ. দূর পাগল! এ কথা কি বলতে আছে?

Content added By
হ্যাঁ- সিদ্ধান্ত আবেগ
শাবাশ - আতঙ্ক আবেগ
আরে করুণা আবেগ
আহা বিস্ময় আবেগ
ওহে, কী বলেছি, শুনেছ?
নাহ্, ওকে নিয়ে আর পারি না।
আরে! তুমি আবার কখন এলে?
দুর! ওসব কথা আমি বলিনি।
হে বন্ধু, তোমাকে অভিনন্দন।
আহা! বেচারার এত কষ্ট!
উহ্! কী বিপদে পড়া গেল।
দূর পাগল! এ কথা কি বলতে আছে?

আরও দেখুন...

Promotion