অনুশীলনী

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) - বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (নতুন সংস্করণ) - বচন | | NCTB BOOK
3

সঠিক উত্তরে টিক চিহ্ন (✓) দাও।

১. একাধিক সংখ্যা বোঝাতে যেসব লগ্নক বিশেষ্য বা সর্বনামের পরে যুক্ত হয়, তার নাম-

ক. বচন খ. যোজক গ. আবেগ ঘ. পদাণু 

২. নিচের কোনটি একবচন? 

ক. আমি খ. বইগুলি গ. মাঝিরা ঘ. কলমগুলো 

৩. 'মানী' লোকের বেলায় বহুবচনে কী লগ্নক ব্যবহৃত হয়? 

ক. বৃন্দ খ. মালা গ. সব ঘ. রাজি 

৪. নিচের কোন বাক্যে বহুবচন ব্যবহৃত না হয়েও বহুবচন বোঝাচ্ছে? 

ক. মৌমাছি মৌচাক বানায়। খ. ছাত্ররা এসে জড়ো হয়েছে। গ. এ নিয়ে আমাদের বলার কিছু নেই। ঘ. হাজার হাজার কৃষক ফুলের চাষ করেন। 

৫. 'পর্বত' শব্দকে বহুবচন করতে কোন লগ্নকটি ব্যবহৃত হয়? 

ক. কুল খ. সব গ. সমূহ ঘ. মালা

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

মৌমাছি মৌচাক বানায়।
ছাত্ররা এসে জড়ো হয়েছে।
এ নিয়ে আমাদের বলার কিছু নেই।
হাজার হাজার কৃষক ফুলের চাষ করেন।
Promotion