অনুশীলনী

এসএসসি(ভোকেশনাল) - পোল্ট্রি রিয়ারিং অ্যান্ড ফার্মিং-২ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK
8
8

           অতি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

১. কবুতর কীসের প্রতীক? 

২. গ্রীস, মিশর, চীন প্রভৃতি দেশে কবুতর কী হিসেবে ব্যবহৃত হত? 

৩. শোভাবর্ধনকারী দু'টি কবুতরের জাতের নাম লেখ ৷ 

৪. স্কোয়াব উৎপাদনকারী দু'টি কবুতরের জাতের নাম লেখ । 

৫. পাঁচটি দেশি জাতের কবুতরের নাম লেখ ।

 

               সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

১. কবুতরের উৎপত্তি লেখ । 

২. কবুতর পালনের সুবিধাগুলো লেখ । 

৩. কবুতর পালনের অসুবিধাগুলো লেখ। 

৪. কবুতরের শ্রেণিবিভাগ লেখ । 

৫. স্ত্রী ও পুরুষ কবুতরের মধ্যে পাথর্ক্য লেখ ।

 

 

            রচনামূলক উত্তর প্রশ্ন

১. কবুতর খামারের স্বাস্থ্যসম্মত খাবার ব্যবস্থাপনার মৌলিক বিষয়গুলো বর্ণনা কর। 

২. কবুতরের অ্যাসপারজিলোসিস রোগের কারণ, রোগ বিস্তার, লক্ষণ ও রোগ প্রতিরোধ ব্যবস্থা বর্ণনা কর । 

৩. কবুতরের সুষম রেশনের একটি নমুনা তৈরি কর (আমিষ ২২-২৫% ও শক্তি ৩০০০-৩২০০ কিলোক্যালরী/কেজি)।

 

 

 

Content added || updated By
Promotion