অনুশীলনী

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) - বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (নতুন সংস্করণ) - শব্দের শ্রেণিবিভাগ | | NCTB BOOK
1

সঠিক উত্তরে টিক চিহ্ন (✓) দাও। 

১. উৎস বিবেচনায় বাংলা শব্দভান্ডার কত প্রকার? ক. তিন খ. চার গ. পাঁচ ঘ. ছয় 

২. নিচের কোনটি তৎসম শব্দ? ক. গ্রহ খ. কুড়ি গ. কলম ঘ. পাখি 

৩. কোন শ্রেণির বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃতের অনুরূপ? ক. তৎসম খ. তদ্ভব গ. দেশি ঘ. বিদেশি 

৪. গঠন বিবেচনায় শব্দ দুই ভাগে বিভক্ত, যথা ক. প্রত্যয় ও বিভক্তি খ. ধ্বনি ও বর্ণ গ. মৌলিক ও সাধিত ঘ. তৎসম ও তদ্ভব 

৫. পদ বিবেচনায় শব্দ কত প্রকার? ক. পাঁচ খ. সাত গ. আট ঘ. দশ 

৬. কোনটি পদের নাম নয়? ক. আবেগ খ. অনুসর্গ গ. যোজক ঘ. পদাণু

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

Promotion