অনুশীলনী

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) - বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (নতুন সংস্করণ) - ভাষা ও বাংলা ভাষা | | NCTB BOOK
2

১. বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে? ক. চোখ খ. কান গ. নাক ঘ. জিভ 

২. ব্রেইল পদ্ধতি ব্যবহার করে- ক. শ্রবণ-শক্তিহীনরা খ. দৃষ্টি-শক্তিহীনরা গ. মানসিক-শক্তিহীনরা ঘ. শারীরিক-শক্তিহীনরা 

৩. বাংলা ভাষায় কথা বলে প্রায়- ক. ১৫ কোটি লোক খ. ২০ কোটি লোক গ. ২৫ কোটি লোক ঘ. ৩০ কোটি লোক 

৪. মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা? ক. ৪র্থ খ. ৫ম গ. ৬ষ্ঠ ঘ. ৭ম 

৫. নিচের কোনটি ভাষা-পরিবারের নাম নয়? ক. ইন্দো-ইউরোপীয় খ. আফ্রিকীয় গ. দ্রাবিড়ীয় ঘ. ইন্দো-ইরানীয় 

৬. ধ্রুপদি ভাষা হিসেবে স্বীকৃত- ক. সংস্কৃত ও পালি খ. অহমিয়া ও ওড়িয়া গ. নেপালি ও সিংহলি ঘ. হিন্দি ও উর্দু 

৭. নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম? ক. কেন্তুম খ. সংস্কৃত গ. পূর্ব ভারতীয় প্রাকৃত ঘ. দ্রাবিড়ীয় 

৮. বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় - ক. মহাভারতে খ. চর্যাপদে গ. বৈষ্ণব পদাবলিতে ঘ. মঙ্গলকাব্যে 

৯. বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি? ক. ব্রাহ্মী খ. মণিপুরি গ. বাংলা ঘ. কুটিল 

১০. ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা? ক. কেরালা খ. ওড়িশা গ. ত্রিপুরা ঘ. হরিয়ানা

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

শ্রবণ-শক্তিহীনরা
দৃষ্টি-শক্তিহীনরা
মানসিক-শক্তিহীনরা
শারীরিক-শক্তিহীনরা
Promotion