১. লেয়ার খামারের মোট খরচের কত ভাগ খাদ্য খরচ?
২.খাদ্য উপকরণে পুষ্টিমাত্রার আধিক্যের ভিত্তিতে খাদ্য উপকরণকে কত ভাগে ভাগ করা যায়?
৩.মুরগির খাদ্যের কতভাগ শর্করা জাতীয় খাদ্য?
৪. দানা জাতীয় খাদ্যের উপকরণের নাম লেখ ।
৫.আঁশ জাতীয় খাদ্যের উপকরণের নাম লেখ ।
৬.প্রাণিজ আমিষ খাদ্যের নামগুলো কী কী?
৭.পিলেট খাদ্য কী?
৮.ক্রাম্বল খাদ্য কী?
৯. খাদ্য কী?
১. সুষম খাদ্য সরবরাহের সুবিধাগুলো কী কী?
২. রেশনে বিভিন্ন ধরনের খাদ্য উপাদান ব্যবহার করার সর্বোচ্চ মাত্রা উল্লেখ করো।
৩. লেয়ারের সুষম খাদ্য তৈরির মিশ্রণ প্রক্রিয়া উল্লেখ করো ।
১.লেয়ারের সুষম খাদ্য তৈরির ক্ষেত্রে কী কী বিষয় বিবেচনা করা উচিত ?
২.ভালো খাদ্যের গুণাগুণ যাচাইয়ের ক্ষেত্রে কী কী শর্ত বিবেচনা করা হয়?
৩.লেয়ারের বয়স অনুযায়ী বিভিন্ন পর্বে ব্যবহৃত সুষম খাদ্য তৈরি ও প্রয়োজনীয় পুষ্টির পরিমাণ আলোচনা করো।
৪.লেয়ারের সুষম খাদ্য তৈরির কৌশল বর্ণনা করো ।