অনুশীলনী

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-২ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK
6
6

                      অতি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নঃ 

১. ইউনিটারি এয়ার কন্ডিশনার বলতে কী বোঝায়? 

২. লুভারের কাজ কি? 

৩. উইন্ডো এসির দু'টি অসুবিধা লেখ। 

৪. স্প্লিট টাইপ এসির দু'টি সুবিধা লেখ। 

৫. হিমায়ক R-22 এর রাসায়নিক সংকেত লেখ । 

৬. ড্রেইন পাইপের কাজ কী? 

৭. এক টন সমান কত বি.টি.ইউ? 

৮. কম্প্রেসরের দূর্বল অংশ কোনটি?

 

                      সংক্ষিপ্ত উত্তর প্রশ্নঃ 

১. উইন্ডো টাইপ ও স্প্লিট টাইপ এসির মধ্যে পার্থক্য লেখ। 

২. উইন্ডো টাইপ এয়ার কুলারের বৈদ্যুতিক সার্কিট অংকন করো । 

৩. উইন্ডো টাইপ এয়ার কুলারের হিমায়ন চক্র অংকন করো। 

৪. উইন্ডো টাইপ এয়ার কুলার তৈরির বিভিন্ন কোম্পানির নাম লেখ। 

৫. ব্লোয়ার মোটর কত প্রকার ও কী কী? 

৬. স্প্লিট এসি চালানোর পূর্বে কী কী দিক বিবেচনা করতে হয়। 

৭. কয়েকটি ক্লিনিং ম্যাটেরিয়ালের নাম লেখ ।

 

                         রচনামূলক উত্তর প্রশ্ন: 

১. স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনারের রক্ষনাবেক্ষন কৌশল বর্ণনা করো । 

২. স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনারের মাসিক ও বাৎসরিক রক্ষণাবেক্ষণ কৌশল বর্ণনা করো । 

৩. উইন্ডো টাইপ এয়ার কুলারের ত্রুটির তালিকাসমূহ লেখে বর্ণনা করো । 

৪. উইন্ডো টাইপ এসি স্থাপনে কী কী দিক বিবেচনা করতে হয়। 

৫. উইন্ডো টাইপ এসি বৈদ্যুতিক বর্তনী অংকন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো ।

 

 

Content added By
Promotion