তোমার এলাকার একজন চিংড়ি চাষি ভোর বেলায় এসে তোমাকে জানাল যে, তার ঘেরের সমস্ত চিংড়ি কিনারাই এসে পাড় বেয়ে উপরে উঠার চেষ্টা করছে এবং ঘেরের মাছ ভেসে উঠেছে। এমতাবস্থায়, পুকুর পরিদর্শন শেষে নিম্নোক্ত ছক পূরণ করো-
পরিদর্শনকৃত এলাকার নাম ঠিকানা | |
ঘেরের আয়তন | |
কোন কোন প্রজাতির মাছ পানিতে উপরে ভেসে উঠেছে | |
চিংড়ি সহ কোন কোন প্রজাতির মাছের অবস্থা সবচেয়ে খারাপ? | |
আকাশ পরিষ্কার নাকি মেঘাচ্ছন্ন ছিল? | |
পুকুরের পানির রঙ কেমন ছিল? | |
পুকুরে নিয়মিত খাদ্য দেওয়া হয় কিনা? | |
এই অবস্থায় তুমি কি কি ব্যবস্থা গ্রহণ করবে? | |
আর যেন এমন না ঘটে তার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে? | |
তোমার নাম শ্রেণি রোল নং প্রতিষ্ঠানের নাম | |
প্রতিবেদন জমাদানের তারিখ | শ্রেণি শিক্ষকের স্বাক্ষর |
Read more