অবলিক প্রজেকশন

এসএসসি(ভোকেশনাল) - মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK
3
3

অবলিক প্রজেকশন (Oblique Projection)

অবলিক প্রজেকশনের বস্তুর একটি মুখ বা ফেস প্রজেকশনে ভলের সাথে সমান্তরাল কিন্তু এর সন্নিহিত ফেসগুলো ডানে বা বামে ৪৫° কোণে অবস্থান করে। চিত্রে বস্তু ও তলের অবস্থান এবং তলের উপর রশি কিভাবে আপতিত হয় তা দেখানো হলো।

 

Content added || updated By
Promotion