অব্যয়

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) - পালি - | NCTB BOOK
2

অব্যয়

সংজ্ঞা : বচন, পুরুষ, কাল ইত্যাদি ভেদে অর্থাৎ কোনো অবস্থাতেই যে পদের কোনো হ্রাসবৃদ্ধি বা আকারের পরিবর্তন হয় না, তাকে অব্যয় বলে।

অব্যয় দু' ভাগে বিভক্ত। যথা- উপসর্গ ও নিপাত।

ক. উপসগুল (উপসর্গ)

উপেচ্ছখং সঙ্গতীতি উপসদৃগা।

নামপদ বা অন্যান্য শব্দের পূর্বে বসে বা যুক্ত হয়ে যারা বিশেষ অর্থ প্রকাশ করে তাদের উপসর্গ বলে। উপসর্গ সর্বমোট বিশটি। যথা- প, পরা, নি, নী, উ, দু, সং, বি, অব, অনু, পরি, অধি, ভি, পতি, সু, আ, তি, অপি, অপ, উপ

কোন কোন উপসর্গ ধাতুর উত্তর প্রকৃতিগত অর্থবোধে বাধা জন্মায়। কোন কোন উপসর্গ ধাতুর অর্থের অনুগমন

করে। কোন কোন উপসর্গ ধাতুর অর্থ বিশেষভাবে প্রকাশ করে। যথা-

পরি + ধাব = পরিধাবতি,

প+তা = পতাতি

পুরা + জি = পরাজেতি,

অনু + সর = অনুসরতি,

নি + গম = নিগচ্ছতি,

উ + গম = উগচ্ছতি,

অনু + নী = অনুনযতি,

পতি + গম = পটিগচ্ছতি,

অধি + কর = অধিকরোতি,

উপ + নি = উপনাযতি,

সু = আখ্যাত = মাথাতো,

অভি + নী = অভিনযতি,

সং + এর = সংজানতি,

বি + কর = বিকরোতি,

অপ + গম = অপগচ্ছতি,

অব + ঠা = অবতিষ্ঠতি।

আ + নী = আনযতি।

খ. নিপাত

সদিসা যে তি-লিঙ্গেরসু সাসু চ বিভক্তি

বচনেস চ সসুে তে নিপাতাতি কিত্তিতা।

যারা তিন লিঙ্গে, সকল বিভক্তিতে এবং সকল বচনে একই অবস্থাতে থাকে তাদেরকে নিপাত বলে। নিপাত শব্দগুলোর কোনো পরিবর্তন হয় না। নিম্নে কয়েকটি নিপাত শব্দ দেওয়া হল।অঙ্গ, যে, হিয্যো ইদানি, তদা, যদা, কদা, সদা, সাদা, রত্তিং, দিবা, চিরং, সাফং, পাতো, ইধ, তথা, কথ, কুখ, কথং, কদাচি, এবং, খিপ্‌পং, ধুবং, অচিরং, ধীরং, পুন, বিষ, তুলতি, অ্যা, নুন, অপেৰ, অপ, পি, সং, মুসা, অতীব, অর্থ, না, ন, ইতি প্রভৃতি।

সম্বন্দ্বীয় অব্যয়ের কয়েকটি উদাহরণ।

উপরি, পচ্ছা, পচ্ছতো, হেট্‌ঠা, অন্তরে, পুরতো, দূরে, দরতো, সমস্তা, সপ্তকে সমীপে, অবিদুরে, অনতিদূরে, বিনা, অলং, অম্ম, আবুসো, যাবতা, নো, ভদ্দ ভদ্দে, সম্ম, সহ, সন্দিহ। নিত্য সম্বন্ধীয় সংযোজক অব্যয়ের কয়েকটি উদাহরণ

যথ, তথ, যদাতদা, যেন তেন, যাবতা ভাবতা, যথরিব, যা অমা, যতো ততো।

আবেশসূচক অব্যয় কয়েকটি উদাহরণ

অম্বো, সম্ম, আবুসো, আম, ভো, ভনে, মঞ্জে ইংরেজি ব্যাকরণে যা Adverb, Preposition, Conjunction and Interjection নামে অভিহিত পালি ব্যাকরণে তাই নিপাত।

আদর্শ অনুবাদ

সাক্ষাতো ভগবতা ধম্মো ভগবানের সুব্যাখ্যাত ধর্ম।

তস অলং- তার কোন প্রয়োজন নেই।

ধম্মেন বিনা গতি নথি-ধৰ্ম বিনা গতি নেই।

চিরং তিঠতু সাসনং- শাসন চিরস্থায়ী হোক।

যেন তেন পকারেন যে কোন প্রকারে।

কুলস সমীপে-কুলের সমীপে। সুরিযো উপগচ্ছতি-সূর্য উদিত হয়।

সো মগ্‌গং বিকরোতি সে পথ পরিবর্তন করে।

সো আচররিযং ভাসনং অনুকরোতি সে আচার্যের ভাষণকে অনুকরণ করে। সতঞ্চ গন্ধো পটিগচ্ছতি-সৎলোকের গন্ধ বাতাসের বিপরীত দিকে যায়।

উপসর্গ ও নিপাতঘটিত বাক্যের উদাহরণ :

উপসর্গ

১। বালিকা বিপরীত দিকে যায় নারিকা পটিগচ্ছতি।

২। সে বালকটির পশ্চাতে দৌড়ায়-সো দারকং অনুধাবতি।

৩। সূর্য পূর্বদিকে উদিত হয়- সুরিয পুরখিমায় উগ্‌গচ্ছতি । ৪। বিদ্যালয় পরিষ্কার কর- বিজ্ঞালয়ং পরিকরোতি।৫। সে পুস্তকটি পরীক্ষা করে-সো পোত্থকং পরিক্ষতি।

৬। শিক্ষককে অনুসরণ কর-আচররিং অনুগচ্ছতি।

৭। সে সত্যকে অস্বীকার করে-সো সচ্চং অপজানাতি।

৮। উপাসক বুদ্ধকে পুজা করে-উপাসকো বুদ্ধং উপতিষ্ঠতি।

৯। চোর বালিকা অপহরণ করে চোরা দারিকং অপনযতি।

নিপাত

১। শাসন চিরস্থায়ী হোক- চিরং তিতু সাসনং ।

২। আজও সে মূর্খ- অদাপি সো বাল।

৩। যেমন বাপ তেমন বেটা-যদিসো পিতা তদিসো পুরো।

৪। সর্বদা সত্যকথা বলবে- সদা সচ্চং ভগ।

৫। কারণ ছাড়া কার্য নেই- হেতুনা বিনা ধম্মং নথি।

৬। সে রোগের হেতু বিদ্যালয়ে যায়নি সো রোগং নিসায় বিজ্ঞালয়ং ন গচ্ছি। ৭। সে আমাকে জাতক সম্বন্ধে বলেছিল-সো মং জাতকং আরবৃত্ত কথেসি।

৮। আমার পিতা ডাক্তারের কাছে যাচ্ছেন-মম পিতরো বেসচ্ছো সস্তিকং গচ্ছতি।

৯। যদি সে আসে-সচে সো আগচ্ছতি।

১০। বিদ্যালয়টি নগরের সম্মুখে- বিজ্ঞালযং নগরস সমীপে।

Content added By
Promotion