অভিধানিকা

অষ্টম শ্রেণি (মাধ্যমিক) - সংস্কৃত - তৃতীয় অধ্যায় | | NCTB BOOK
1

নিম্ন মাধ্যমিক সংস্কৃত

১১৩

অভিধানিকা

অতঃ- অতএব অভ্রান্তরে- ইত্যবসরে।

অর্থ - তারপর। অবতার বরিষ্ঠঃ- অবতারদের মধ্যে শ্রেষ্ঠ। অবতাররূপেণ - অবতাররূপে। অবতীর্য— অবতীর্ণ
হয়ে। অবদৎ- বলেছিল। অবস্থাপ্য অবসস্থাপন করে।

আগত্য এসে। আসীৎ ছিল। আহারাৎ- আহার থেকে। আলোচ্য পর্যালোচনা করে।

ইতি এই ইর মত।

ঈশ্বরঃ- সৃষ্টিকর্তা, প্রভু।

উচ্যতে বলা হয়। উৎপাদ্য উৎপাদন করে। উপাসতে উপাসনা করেন।
-

ঋতৃনাম্ ঋতুসমূহের মধ্যে।

একৈকম্ একটি একটি করে। এতৎ- এই। এযাম্ এদের (পুং)।

কপর্দকৈঃ- কড়িগুলো দিয়ে। কর্মণি কর্মে। করিষ্যামি করব। কশ্চিৎ- কোনও (পুং), কাচিৎ কোনও
(স্ত্রী)। কিমর্থম্ কিসের জন্য। কুত্র কোথায়। কুসুমাকরঃ বসন্ত। কৃত্বা করে। কোটরা কোটর
থেকে। কোপাৎ রোধবশত।

খণ্ডিতবস্তুঃ খণ্ড খণ্ড করেছিল। খাদামি খাই।
ফর্মা ১৫, সংস্কৃত, ৮ম শ্রেণি

গচ্ছন্ - যেতে যেতে। গতে গেলে। গৃহাৎ ঘর থেকে। গোবিন্দায় গোবিন্দকে।

ঘোরাকৃতিম্ - ভয়ংকর আকৃতিবিশিষ্ট।

5

চিন্তয়িত্বা চিন্তা করে। চূর্ণিতঃ যা চূর্ণ করা হয়েছে।

জরাগ্রস্তঃ - জরাপীড়িত। জ্ঞাত্বা জেনে। জ্ঞানযজ্ঞঃ জ্ঞানরূপ যজ্ঞ। জ্ঞানেন- জ্ঞানের দ্বারা।

ডিম্বাঃ- ডিমগুলো।

তদর্থম্ তার জন্য। তয়োঃ তাদের দুজনের। ভর্তি তাহলে। তুয়া - তোমার দ্বারা। তা তাদেরকে।
তেষাম্ - তাদের (পুং)। তেষু তাদের মধ্যে (পুং)। ভৌ তারা দুজন।

লতা দান করে। দানেন দানের দ্বারা। দুরতিক্রম্যঃ- যা সহজে অতিক্রম করা যায় না।।

ধনুর্গুণম্ ধনুকের ছিলা ধনুষা ধনুকের দ্বারা।
-

নারীগাম্ - নারীগণের। নিধায় স্থাপন করে, রেখে। নিযোজ্য নিযুক্ত করে। নীড়েছ - বাসাগুলোতে।
-
-

পক্ষিণামু - পাখিদের। পরন্তপ - হে শত্রুপীড়নকারী। পলায়তে পলায়ন করে। পলায়িতুম্ - পালাতে। পশুনা
- পশুদের। পশুভিঃ পশুদের দ্বারা। পুণ্যতিথৌ- পুণ্যতিথিতে। পুষ্পেভ্যঃ- পুষ্পগুলো থেকে। প্রকোপায় -
কোপের কারণ। প্রাপ্নোমি - পাই।

ফলেষু ফলগুলোতে ।

Content added || updated By
Promotion