অলৌহল ধাতুর ওয়েন্ডিং বৈশিষ্ট্য

এসএসসি(ভোকেশনাল) - ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | NCTB BOOK
Please, contribute to add content into অলৌহল ধাতুর ওয়েন্ডিং বৈশিষ্ট্য.
Content

ওয়েল্ডিং উপযোগী অলৌহজ ধাতুসমূহের নাম

অলৌহজ ধাতু ও অলৌহজ ধাতুর সংকরের ওয়েল্ডিং উপযোগিতা জানা না থাকলে ওয়েল্ডার কখনও ওয়েল্ডিং করতে পারবে না, এক সময় অনেক অলৌহজ ধাতু বা এর সংকরের ওয়েল্ডিং সম্ভব ছিল না কিন্তু বর্তমানে নতুন ওয়েল্ডিং পদ্ধতি ও কৌশলে তা খুবই সহজেই ওয়েল্ডিং করা যায়। ওয়েল্ডিং উপযোগী প্রধান প্রধান অলৌহজ ধাতুসমূহ যথা-

  • কপার (তামা)
  • ব্রাস
  • জিংক
  •  লোড 
  • ব্রোঞ্জ 
  • অ্যালুমিনিয়াম
Content added By

ওয়েন্ডিং উপযোগী অলৌহজ ধাতুসমূহের নাম

ওয়েল্ডিং উপযোগী কতকগুলো অলৌহজ ধাতু ও তাদের সংকরসমূহের নাম নিম্নে উলেখ করা হলো।

কপার (তামা)

  • তাপ এবং বিদ্যুৎ সুপরিবাহী।
  • নমনীয়
  • উত্তমরূপে মেশিনিং করা যায়।
  • এসিডের দ্বারা ভীষণভাবে আক্রান্ত হয়।
  • ঠাণ্ডা এবং উত্তপ্ত প্রণালিতে কার্যোপযোগী
  • টানা শক্তি প্রতি বর্গ সেন্টিমিটারে ২ টন।
  • গলনাঙ্ক = ১০৮৩ ডিগ্রি সেঃ
  •  স্ফুটনাঙ্ক = ২৩২৫ ডিগ্রি সেঃ

সাধারণ পিতল :

  • উপাদান তামা – ৬৭%
  • দস্তা ৩৩%
  • সাধারণ অবস্থায় তামার চেয়ে শক্ত
  • উজ্জ্বল হরিদ্রাভ
  • আবহাওয়ার প্রভাবে আক্রান্ত হয় না
  • প্রলেপ দেওয়ার কাজে ব্যবহৃত হয়
  • টানাশক্তি প্রতি বর্গ সেন্টিমিটার ১৯০-২৫০ কেজি
  • গলনাঙ্ক ৪১৯ ডিগ্রি সেঃ 
  • স্ফুটনাঙ্ক ৯০৭ ডিগ্রি সেঃ

লোড (সীমা) 

  • অত্যন্ত নমনীয়
  • টানাশক্তি প্রতি বর্গ সেন্টিমিটারে ১০০-২০০ কেজি
  • ব্রিনেল হার্ডনেস নং ৩২-৪৫ 
  • গলনাঙ্ক = ৩২৭ ডিগ্রি সেঃ
  • স্ফুটনাঙ্ক = ১৫২৫ ডিগ্রি সেঃ

অ্যালুমিনিয়াম 

  • তাপ এবং বিদ্যুৎ সুপরিবাহী
  • সাধারণ আবহাওয়ায় আক্রান্ত হয় না
  • সমুদ্র পানি এবং এসিড দ্বার আক্রান্ত হয় না।
  • নমনীয়
  • উত্তমরূপে মেশিনিং করা যায়
  • ঠাণ্ডা এবং উত্তপ্ত প্রণালিতে কার্যোপযোগী
  • টানাশক্তি প্রতি বর্গ সেন্টিমিটারে ৯০০ কেজি
  •  চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না
  • গলনাঙ্ক = ৬৫৯.৮ ডিগ্রি সেঃ
  • স্ফুটনাঙ্ক = ১৮০০ ডিগ্রি সেঃ
  • ব্রিনেল হার্ডনেস নং ১৯-২৩ 
Content added By

অলৌহজ ধাতু ও এর সংকরের ওয়েল্ডিং উপযোগিতা

কার্যতঃ অধিকাংশ অলৌহজাত এবং তাদের সংকরসমূহ ওয়েন্ডিং উপযোগী। কিন্তু কতকগুলো অলৌহজাত ধাতু এবং তাদের সংকরসমূহের বিশেষ বৈশিষ্ট্যের দরুন ওয়েল্ডিং করা অসুবিধাজনক। ধারাবাহিক পরীক্ষা এবং উন্নয়নের ফলে বর্তমানে ঐ সমস্ত ধাতু সন্তোষজনকভাবে ওয়েল্ডিং করা সম্ভব। যেমন অ্যালুমিনিয়াম জোড়ের ক্ষেত্রে টিগ ওয়েল্ডিং ও গ্যা ওয়েল্ডিং প্রযোজ্য ছিল কিন্তু বর্তমানে বিশেষ ধরনের ফ্লাক্স কোটেড ইলেকট্রোড দ্বারা সহজে ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং করা হচ্ছে। তদ্রূপ অ্যালুমিনিয়ামের সংকরসমূহ কপার এবং তাদের সংকরসমূহ আর্ক এবং গ্যাস উভয় পদ্ধতিতে সহজভাবে জোড় দেওয়া যায়। অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম এবং তাদের সংকরসমূহ, ত্রুটিমুক্ত এবং শক্তিশালী ওয়েল্ড তৈরি জন্য বর্তমানে টিগ এবং মিগ ওয়েল্ডিং বেশি নির্ভরযোগ্য। অনেক গুরুত্বপূর্ণ অ্যালুমিনিয়াম এর নিখুঁত জোড়ের ক্ষেত্রে টিগ ওয়েন্ডিং অধিক গ্রহণযোগ্য।

Content added By

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

১। অলৌহজ ধাতু কী?

২। কপার (তামা) বলতে কী বোঝায় ?

৩। পিতল কী?

সংক্ষিপ্ত প্রশ্ন 

৪। জিংক বলতে কী বোঝায়?

৫। লিড বলতে কী বোঝায়?

৬। অ্যালুমিনিয়াম বলতে কী বোঝায় ?

রচনামূলক প্রশ্ন

৭। ওয়েল্ডিং উপযোগী অলৌহজ ধাতুসমূহের নাম উল্লেখ কর। 

৮। ওয়েল্ডিং উপযোগী অলৌহজ ধাতুর সংকরসমূহের নাম উল্লেখ কর।

৯। অলৌহজ ধাতুর ওয়েল্ডিং উপযোগিতা ব্যাখ্যা কর।

Content added || updated By

আরও দেখুন...

Promotion