মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড-২

অ্যাডভান্স সেট আপ উইজার্ড সম্পর্কে দক্ষতা অর্জন

এসএসসি(ভোকেশনাল) - মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড-২ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK

পারদর্শিতার মানদণ্ড: 

১. স্বাস্থ্য বিধি মেনে ব্যাক্তিগত নিরাপত্তা পোষাক (পিপিই) পরিধান করা; 

২. প্রয়োজন অনুযায়ী কাজের স্থান প্রভুত করা; 

৩. কাজের প্রয়োজন অনুযায়ী টুলস, ম্যাটেরিয়ালস ও ইকুইপমেন্ট সংগ্রহ ও প্রস্তুত করা; 

৪. কাজের নিমিত্তে কম্পিউটার অন করা; 

৫. কাজের শেষে যথানিয়মে কম্পিউটার শাট ডাউন করা; 

৬. কাজের স্থান ও যন্ত্রপাতি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং 

৭. চেক নিষ্ট অনুযায়ী যথাস্থানে সংরক্ষন করা।

ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম(PPE):

 

প্রয়োজনীয় যন্ত্রপাতি ( Required Equipment):

কাজের ধাপ: 

এ্যাডভান্স সেটাআপ উইজার্ড নিয়ে কাজ করার জন্য নিম্নলিখিত ধাপ অনুসরন করো। 

ধাপ ১। অটোক্যাড ওপেন কর। 

ধাপ ২। প্রথমে File ওপেন করে New তে ক্লিক করে Use a Wizard সিলেক্ট করো। 

ধাপ ২। স্ক্রিনে চিত্র- অনুযায়ী অ্যাডভান্সড সেটআপ উইজার্ড ডায়ালগ বক্স আসবে।

ধাপ ৩। Ok ক্লিক কর। 

ধাপ ৪। স্ক্রিনে চিত্র-এর মত ডায়ালগ বক্স আসবে।

ধাপ ৫। ইউনিট সেটআপ করো। 

ধাপ ৬। ক্লিক Next 

ধাপ ৭। চিত্র- এর মত এ্যঙ্গেল সেটআপ করো।

ধাপ ৮। এ্যঙ্গেল মেজার সেটআপ করো। 

ধাপ ৯। এ্যঙ্গেল ডিরেকশন সেটআপ করো।

ধাপ ১০। এরিয়া সেটআপ এ Width1000 এবং Length ১০০০ দাও । 

ধাপ ১১। Finish ক্লিক করো।

সতর্কতা: 

১. কাজের সময় মাস্ক ব্যবহার করবো। 

২. কাজের সময় সঠিক নিয়মে বসবো । 

৩. ড্রয়িং করার স্থানে যথাযথ লাইটিং এর ব্যবস্থা করবো। 

৪. কাজেরসময়কম্পিউটার হতে নির্দিষ্ট দুরত্ব বজায় রেখে বসবো । 

৫. প্রয়োজন হলে চোখের নিরাপত্তার জন্যসেফটি গগলস পরিধান করবো। 

৬. কাজের সময় ইউ.পি.এস এর সাপোর্ট/ল্যাপটপ এর ব্যাটারি চার্জ চেক করবো।

 

অর্জিত দক্ষতা: অটোক্যাড এর এ্যাডভান্স সেটাআপ উইজার্ড সম্পর্কে দক্ষতা অর্জন হয়েছে। যা বাস্তব ক্ষেত্রে যথাযথ ভাবে প্রয়োগ করা সম্ভব হবে।

 

 

Content added By
Promotion