বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (নতুন সংস্করণ)

আমন্ত্রণপত্র

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) - বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (নতুন সংস্করণ) - চিঠিপত্র | NCTB BOOK

সামাজিক, সাংস্কৃতিক, প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিক অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ জানানোর পত্রকে আমন্ত্রণপত্র বলে। বিভিন্ন জাতীয় দিবস, জন্মবার্ষিকী, বিবাহ, মৃত্যুবার্ষিকী, সাহিত্যসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বইমেলা, নাগরিক সংবর্ধনা, নাট্য-উৎসব, লোক-উৎসব ইত্যাদি উপলক্ষে আমন্ত্রণপত্র রচনা করা হয়। আমন্ত্রণপত্র সাধারণত মুদ্রিত হয়। অনুষ্ঠানের নির্দিষ্ট তারিখের কিছুদিন পূর্বে আমন্ত্রিতদের মধ্যে আমন্ত্রণপত্র বিতরণ করা হয়। অনেক সময়ে আমন্ত্রণপত্রের উপরের দিকে অনুষ্ঠানের শিরোনাম লেখা থাকতে পারে। এখানে দুটি আমন্ত্রণপত্রের নমুনা উল্লেখ করা হলোঃ

১. রবীন্দ্রজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে আমন্ত্রণপত্র

রবীন্দ্র জয়ন্তী ১৪২৮

সুধী 

আগামী ২৫শে বৈশাখ ১৪২৮ শনিবার ৮ই মে ২০২১ সকাল ১০টায় রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে জামালপুর জিলা স্কুলের সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে স্কুল-মিলনায়তনে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন জামালপুর জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব আখতার জামান। 'রবীন্দ্রনাথের শিক্ষাদর্শন' বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সরকারি বিনোদ বিহারী কলেজের সহযোগী অধ্যাপক ড. আয়াজ মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন স্কুলের প্রধান শিক্ষক জনাব আউয়াল ফয়সাল।

অনুষ্ঠানে আপনার উপস্থিতি আন্তরিকভাবে কামনা করি।

মুশফিক রোহান 

সাংস্কৃতিক সম্পাদক 

জামালপুর জিলা স্কুল ছাত্রসংসদ

অনুষ্ঠানসূচি 

১০:০০ : অতিথিদের আসন গ্রহণ 

১০:০৫ : 'রবীন্দ্রনাথের শিক্ষাদর্শন' শীর্ষক প্রবন্ধ পাঠ 

১০:৩০ প্রধান অতিথির ভাষণ 

১০:৪৫ সভাপতির ভাষণ 

১১:০০ সাংস্কৃতিক অনুষ্ঠান: সংগীত-নৃত্য-আবৃত্তি 

১১:৩০ : নাটক 'চিরকুমার সভা' 

১২:০০ : অনুষ্ঠানের 

 

২. নাগরিক সংবর্ধনা উপলক্ষে আমন্ত্রণপত্র

সুধী 

আগামী ১৯শে মার্চ ২০২১ শুক্রবার বিকাল ৪টা ৩০ মিনিটে কুমিল্লা টাউন হল মিলনায়তনে অধ্যাপক-গবেষক নুরুল আলমের ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আকতার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কথাসাহিত্যিক নোমান রায়হান।

অনুষ্ঠানে আপনার সবান্ধব উপস্থিতি কামনা করছি।

বিপুল বর্মণ 

আহ্বায়ক 

নুরুল আলম 

 

অনুষ্ঠানসূচি 

৪:৩০ : অতিথিদের আসন গ্রহণ 

৪:৩৫ : সূচনা সংগীত 

৪:৫০ : স্বাগত বক্তব্য 

৫:০০ : সংবর্ধনা গ্রন্থের মোড়ক উন্মোচন 

৫:১০ : উত্তরীয় পরিধান ও ক্রেস্ট প্রদান 

৫:১৫ : বিশেষ অতিথিদের শুভেচ্ছা বক্তব্যসংবর্ধনা পরিষদ

৫:৪৫ : প্রধান অতিথির বক্তব্য

৫:৫৫ : অধ্যাপক নুরুল আলমের প্রতিক্রিয়া

৬:১০ : সভাপতির বক্তব্য

৬:৩০ : সমাপ্তি ঘোষণা

Content added || updated By

আরও দেখুন...

Promotion