ইউরোপ মহাদেশের বিখ্যাত স্থান

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | | NCTB BOOK
3
  • প্যারিস - সীন নদীর তীরে অবস্থিত। ফ্রান্সের রাজধানী এবং মনোরম শহর। এখানে মোটরগাড়ি নির্মাণ কারখানা এবং কাগজ ও চিনির কল রয়েছে।
  • এলিসি প্রাসাদ - এলিসি প্রাসাদ ফ্রান্সে অবস্থিত। এটি ফরাসী প্রেসিডেন্টের সরকারী বাসভবন।
  • ইন্ডিয়া হাউস - এটি ইংল্যান্ডে অবস্থিত।
  • জুরিখ - সুইজারল্যান্ডের বৃহত্তম শহর এবং প্রসিদ্ধ পর্যটন কেন্দ্র ।
  • জেনেভা - সুইজারল্যান্ডের একটি স্বাস্থ্যকর স্থান। সূক্ষ্ম বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও ঘড়ি নির্মাণের জন্য প্রসিদ্ধ । এটি বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনের কেন্দ্রস্থল।
  • ভিয়েনা - দানিয়ুব নদীর উপত্যকায় অবস্থিত ভিয়েনা অস্ট্রিয়ার রাজধানী। এটি অস্ট্রিয়ার প্রধান শহর ও শিল্প কেন্দ্র। মস্কো, রো, প্যারিস, প্রভৃতি শহর থেকে ইউরোপের আটটি বিশিষ্ট রেলপথ এ শহরে এসে মিলিত হয়েছে। এজন্য ভিয়েনাকে ইউরোপের প্রদ্বার বলা হয়।
  • ড্যান্ডি যুক্তরাজ্যের উত্তর-পূর্ব উপকূলে স্কটল্যান্ডে অবস্থিত সামুদ্রিক বন্দর এবং পাট শিল্প কেন্দ্র।
  • ভেনিস পো নদীর মোহনায় প্রায় ১২৩ টি দ্বীপের উপর নির্মিত। এ শহর ইতালীর একটি প্রসিদ্ধ বাণিজ্য কেন্দ্র। ভেনিসের প্রাকৃতিক সৌন্দর্য পৃথিবী বিখ্যাত ।
  • জিব্রাল্টার- ভূ-মধ্য সাগরের তীরে জিব্রাল্টার প্রাণালীর মুখে ৪২৭ মিটার উচ্চতায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ব্রিটিশ সামরিক ঘাঁটি এবং নৌবহর কেন্দ্র।
  • হামবুর্গ – এলবা নদীর তীরে অবস্থিত হামবুর্গ জার্মানির বৃহত্তম বন্দর। কিয়েভ খাল দ্বারা এটি বারটি সাগরের সাথে যুক্ত।
  • ওয়েষ্ট মিনিষ্টার অ্যাবে – লন্ডনে ব্রিটিশ রাজা/রাণীদের অভিষেক অনুষ্ঠানের স্থান এবং বিশিষ্ট ব্যক্তিদের সমাধি ক্ষেত্র।ওয়েষ্ট মিনিষ্টার লন্ডনে অবস্থিত। এখানে ব্রিটিশ পার্লামেন্ট ভবন অবস্থিত।
  • মাদাম তুসো - লন্ডনে অবস্থিত। বিশিষ্ট ব্যক্তিদের মোম দ্বারা তৈরী মূর্তির সংগ্রহ কেন্দ্র। পৃথিবীর বিখ্যাত রাজনৈতিক, কবি, সাহিত্যিকসহ বিশিষ্ট ব্যক্তিদের মোমের মূর্তি এখানে সংরক্ষিত রয়েছে।
  • গ্রীনিচ লন্ডনে মানমন্দির ও হাসপাতালের জন্য প্রসিদ্ধ। মূল মধ্যরেখা এ স্থানের উপর দিয়ে গিয়েছে।
  • আল-হামরা - স্পেনে অবস্থিত, মুসলিম মুর শাসনামলে মুসলিম স্থাপত্যের আদর্শে নির্মিত মনোরম রাজপ্রাসাদ।
  • হাইড পার্ক - লন্ডনে অবস্থিত একটি বিখ্যাত পার্ক। এখানে স্বাধীনভাবে যে কেউ যে কোন বিষয়ে বক্তৃতা দিতে পারে বলে এর অপর নাম মুক্তাঙ্গন।
  • ক্রেমলিন - মস্কোতে অবস্থিত রুশ সরকারের প্রধান কার্যালয়। সুরম্য অট্টালিকা পরিবেষ্টিত। পূর্বে এটাকে জার সম্রাটগণ প্রাসাদ হিসেবে ব্যবহার করতেন
  • রেড স্কয়ার মস্কোর ক্রেমলিন প্রাসাদের পাশে অবস্থিত। এখানে সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা ভলাদিমির ইলিচ লেনিনের সমাধি রয়েছে। স্পার্টা-গ্রীসের একটি প্রাচীন শহর। এখানে মালিকদের সাথে দাসদের প্রচন্ড যুদ্ধ হয়েছিল।
  • বার্লিন প্রাচীর – ১৯৬১ সালের ১৩ ও ১৪ আগস্ট পূর্ব ও পশ্চিম, বার্লিনের মধ্যে এই প্রাচীর নির্মিত হয়। পূর্ব জার্মান নাগরিকগণ যাতে পশ্চিম জার্মানে প্রবেশ করতে না পারে, সেজন্য তদানীন্তন পূর্ব জার্মান সরকার এ প্রাচীর নির্মান করেন। মূলত, বার্লিন প্রাচীর ঠান্ডা যুদ্ধের অন্যতম প্রতীকে পরিণত হয়েছিল। ১৯৮৯ সালে ইউরোপে সমাজতন্ত্রের পতনের পটভূমিতে বার্লিন প্রাচীরের পতন ঘটে। এবং জার্মান পুনঃএকত্রীকরণের পথ সুগম হয়।
Content added By
Promotion