ইলিপ্স

এসএসসি(ভোকেশনাল) - মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK
4
4

উপবৃত্ত আঁকতে Ellpse কমান্ড ব্যবহৃত হয়। প্রতিটি ইলিপস-এ দু'টি অক্ষ থাকে। অক্ষ দু'টি ইলিপস-এর দৈর্ঘ্য ও গ্রন্থ নির্দেশ করে। বড় অক্ষটিকে বলা হয় মেজর এক্সিস [Major axis ] এবং ছোট অঙ্কটিকে বলা হয় মাইনর এক্সিস।

Minor axis] Elipse কমান্ডের মাধ্যমে-

  • প্রান্তবিন্দুসমূহ ও দুরুত্ব ব্যবহার করে প্রকৃষ্ণ উপবৃত্ত আঁকা যায় ।
  • আরম্ভ ও সমাপ্তি কোপ ব্যবহার করে উপবৃত্তকার বৃত্তচাপ [Elliptical are] আঁকা যায়। 
  • আইসোমেট্রিক বৃত্ত আঁকা যায়।

অংকন পদ্ধতি 

প্রীত বিন্দুর ও সুরুত্ব নিয়ে প্রকৃত উপকৃত অংকন

  • হোম > ড্র প্যানেল Elipse > Axis, End ক্লিক করো। 
  • প্রথম অক্ষের প্রথম প্রান্তবিন্দু নির্দিষ্ট করো ।
  • প্রথম অক্ষের দ্বিতীয় প্রায়বিন্দু নির্দিষ্ট করো। 
  • প্রথম অক্ষের মধ্যবিন্দু থেকে দ্বিতীয় অক্ষের প্রান্তবিন্দু পর্যন্ত পুরুত্ব নির্দিষ্ট করো।

আরম্ভ ও শেষ কোশঘর নিয়ে উপবৃত্তকার বৃত্তচাপ অংকন

  • হোষ ড্র প্যানেল Elipse >Are ক্লিক করো। 
  • প্রথম অক্ষের প্রথম প্রান্তবিন্দু নির্দিষ্ট করো। 
  • প্রথম অক্ষের দ্বিতীয় প্রান্তবিন্দু নির্দিষ্ট করো।
  • প্রথম অক্ষের মধ্যবিন্দু থেকে দ্বিতীর অক্ষের প্রান্তবিন্দু পর্যন্ত দুরুত্ব নির্দিষ্ট করো । 
  • শুরুর কোশ [Start Angle] নির্দিষ্ট করো। 
  • শেষের কোণ [End Angle] নির্দিষ্ট করো।

আইসোমেট্রিক বৃত্ত অংকন

  • Tools মেনু> Drafting Settings ক্লিক করো। 
  • Snap and Gind ট্যাবে isometric snap নির্বাচন কর। Ok দাও।
  • হোম ড্র প্যানেল > Elipse > Exis, End ক্লিক করো। 
  • Isocircle এর জন্য I লিখে এন্টার করো । 
  • বৃত্তের কেন্দ্র নির্দিষ্ট করো। 
  • বৃত্তের ব্যাসার্ধ বা ব্যাস নির্দিষ্ট করো।

 

১১.৩.১০ POINT (পয়েন্ট)

Point রুমাক্ষের সাহায্যে পয়েন্ট বা বিন্দু আঁকা যায়। বিন্দুর অবস্থান রয়েছে, দৈর্ঘ্য, প্রস্থ বা বেধ নেই। তবে এই বিন্দুও একটি অবজেক্ট। পয়েন্টকে সিলেক্ট করা যায়, সুস্ত করা যায় গু কপি করা যায়।

অংকনের পদ্ধতি

Single Point করার পদ্ধতি

১. হোম প্যানেল থেকে Point > Single Point সিলেক্ট করো।

২. কমান্ড লাইনে Point বা PO লিখে এন্টার করো। 

৩. স্ক্রীনের যেখানে বিন্দু আঁকতে চান সেখানে ক্লিক করো।

Multiple Point করার পদ্ধতি

১. ড্র প্যানেল থেকে Point আইকনে ক্লিক করো। 

২. হোম ড প্যানেল থেকে Point > Multiple Point সিলেক্ট করো 

৩. প্রয়োজন সংখ্যক বিন্দু থাক ।

৪. Esc বাটন চেপে কমান্ডের কার্যকারিতা সমাপ্ত করো।

 

 

Content added By
Promotion