ইলেকট্রন শব্দটি থেকে ইলেকট্রনিক্স কথাটির উৎপত্তি হয়েছে। সব পদার্থের মাঝেই ইলেকট্রন থাকে। আর এই ইলেকট্রন সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় ইলেকট্রনিক্স। বিজ্ঞানের যে শাখায় ইলেকট্রনের প্রবাহকে বিভিন্নভাবে নিয়ন্ত্রনের কৌশল শেখানো হয় বা তার প্রবাহকে নিয়ে গবেষনা করা হয়, সেই শাখাকেই বলা হয় ইলেকট্রনিক্স ।
RAC Trade - এ ইলেকট্রনিক্স এর গুরুত্ব
বর্তমানে প্রায় সকল রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশনার নিয়ন্ত্রণ করা হয় রিমোট কন্ট্রোলের মাধ্যমে বা ইলেকট্রনিক্স সার্কিট এর মাধ্যমে। তাই আর এসি টেকনিশিয়ানদের রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশনার সঠিক ভাবে নৈপুণ্যতার সাথে মেরামত ও রক্ষণাবেক্ষন করার জন্য অবশ্যই বেসিক ইলেকট্রনিক্স সম্পর্কে জানা প্রয়োজন ।
কিছু ইলেকট্রনিক্স পণ্য ( Some of Electronics Goods)
TV, Radio, RCR, VCD, DVD, Computer, Telephone, Fax Mobile Phone ইত্যাদি।
Read more