ওয়াটার কুলার স্থাপনের জন্য প্লাম্বার, ইলেকট্রিক্যাল ও রেফ্রিজারেশন টেকনিশিয়া সমন্বয়ে স্থাপন করতে হয়। তাই এই সকল কাজের ভালো জ্ঞান থাকা দরকার। স্থাপনের আগে অবশ্যই নির্মাতা কর্তৃক ক্যাটালগ বা স্থাপন নির্দেশনা অনুসরণ করতে হবে। ওয়াটার কুলারের স্থাপনে টেকনিক্যাল স্পেসিফিকেশন এর উপর গুরুত্ব দিতে হবে।
কার্টুন বা কভার থেকে সিস্টেম বের করার পর ইনস্টলেশন গাইড দেখতে হবে। যাতে নির্মাতা প্রতিষ্ঠানের কোন ইন্সট্রাকশন বা তথ্য থাকলে তা ফলো করা যায়।
ওয়ালের সাথে ৭৩২ মিমি. উচ্চতার হেংগার ব্রাকেট স্থাপন করতে হবে এটিকে রয়েল বোল্ড দ্বারা শক্ত ভাবে দেয়ালের সাথে ভালো ভাবে আটকাতে হয়।
লাল চিহ্ন এ্যাডজাস্টার দিয়ে চাপ নিয়ন্ত্রণ করা হয়। সাধারণত ৩৫ PSI চাপ থাকে। একে ওয়াটার স্টিম প্রেসার বলে।
আরও দেখুন...