কন্ডেনসারের কাজ

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-২ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK

১.২.৬ কন্ডেনসারের কাজ 

হিমায়ন চক্রে কম্প্রেসরের পরেই কন্ডেনসারের অবস্থান। হিমায়ন পদ্ধতির যে অংশে কম্প্রেসর হতে প্রেরিত উচ্চচাপ এবং তাপের বাষ্পীয় হিমায়ক সুপ্ততাপ বর্জন করে তরলে পরিণত করে, তাকে কন্ডেনসার বলে। কন্ডেনসারের কাজ হল- রেফ্রিজারেন্ট বা হিমায়ক এর নিজস্ব ক্রিটিক্যাল চাপের (Critical Pressure) উপরে এবং ক্রিটিক্যাল তাপমাত্রার (Critical Temperature) নিচে ঘনীভূত (Condensation) করা। প্রকৃতপক্ষে এটা কতকগুলো বাঁকা আকৃতির টিউব অথবা পাত্র বিশেষ যাতে তাপ অপসারণের সরঞ্জামাদি সংযুক্ত থাকে ।

কন্ডেনসারের মূল কাজগুলো হল- 

১। কম্প্রেসর হতে আগত অধিক উত্তাপ বাষ্পীয় হিমায়ককে ঘনীভবনের মাধ্যমে তরলে পরিণত করা। 

২। তরল হিমায়ককে রিসিভারে জমা রাখা । 

৩। প্রয়োজন অনুসারে হিমায়ককে এক্সপানশনে প্রেরণ করা ।

কন্ডেনসারের প্রকারভেদ 

কন্ডেনসার প্রধানত চার প্রকার-

১। এয়ার কুল্ড কন্ডেনসার (Air Cold Condenser) 

২। ওয়াটার কুল্ড কন্ডেনসার (Water Cold Condenser)

৩। ইভাপোরেটিভ কন্ডেনসার(Evaporative Condenser)

৪। অ্যাটমোস্ফেরিক কন্ডেনসার (Atmospheric Condenser)

 

১। এয়ার কুল্ড কন্ডেনসার আবার দুই প্রকার- 

ক) ন্যাচারাল কনভেকশন কন্ডেনসার 

খ) ফোর্সড কনভেকশন কন্ডেনসার

(ক) ন্যাচারাল কনভেকশন কন্ডেনসার আবার তিন প্রকার- 

১। ফিনলেস টাইপ কন্ডেনসার 

২। ফিল্ড টাইপ কন্ডেনসার 

৩। প্লেট টাইপ কন্ডেনসার

(খ) ফোর্সড কনভেকশন কন্ডেনসার আবার দুই প্রকার- 

১। চেচিস মাউন্টেড কন্ডেনসার 

২। রিমোট টাইপ কন্ডেনসার

 

(১) ওয়াটার কুল্ড কন্ডেনসার আবার তিন প্রকার- 

১। টিউব ইন টিউব টাইপ কন্ডেনসার 

২। শেল এন্ড টিউব টাইপ কন্ডেনসার 

৩। শেল এন্ড কয়েল টাইপ কন্ডেনসার

শেল এন্ড টিউৰ টাইপ কন্ডেনসার আবার দুই প্রকার- 

১। ভার্টিক্যাল টাইপ কন্ডেনসার 

২। হরাইজেন্টাল টাইপ কন্ডেনসার ।

প্রত্যেক প্রকার কন্ডেনসারের বর্ণনা 

এয়ার কুণ্ড কন্ডেনসার ( Air Cooled Condenser) যে সকল কন্ডেনসারকে কেবল বাতাস দিয়ে ঠান্ডা করা হয় তাকে এয়ার কুল্ড কন্ডেনসার বলে। ছোট থেকে মাঝারি ক্ষমতার হিমায়ন যন্ত্রে এটা ব্যবহৃত হয়।

ওয়াটার যুক্ত কন্ডেনসার (Water Cooled Condenser) 

যে সকল কন্ডেনসারের হিমায়কের তাপ পানির সাহায্যে অপসারণ করা হয় তাকে ওয়াটার কৃষ্ণ কন্ডেনসার বলে।

ন্যাচারাল কনভেকশন কভেলার (Natural Convection Condenser)

 যে কন্ডেন্সার পারিপার্শ্বিক তাপমাত্রার পার্থক্যের কারণে বায়ুমণ্ডলের ভাগ বর্জন করে তাকে ন্যাচারাল কনভেকশন কন্ডেন্সার বলে। এতে কোন ফ্যান থাকে না।

ফোর্সড কনভেকশন কভেলার (Forced Convection Condenser) 

এয়ার কুল্ড কন্ডেন্সারে বাতাস প্রবাহ কোন ফ্যানের সাহায্যে করা হলে তাকে ফোর্সড কনভেকশন কন্ডেন্সার বলে।

কন্ডেনসারের ব্যবহার ক্ষেত্র

 

 

Content added || updated By

আরও দেখুন...

Promotion