প্রতি জোড়া কবুতরের জন্য আলাদা আলাদা খোপ করে দিতে হয়। প্রতিটি খোপের দৈর্ঘ্য ১ ফুট, গ্রন্থ ১ ফুট এবং উচ্চতা ১ ফুট থাকে। অথবা ২ ফুট প্রস্থ ১ ফুট উঁচু এবং ১৬ ইঞ্চি গভীর, মাঝখানে দেয়ালসহ এমন খোপে দুই জোড়া কবুতর রাখা যায়। দাঁড়িয়ে আরাম করার সুবিধার্থে শোপের সামনে ৫-৬ ইঞ্চি বাড়তি অংশ বা বারান্দা রাখতে হয়। খোপে কবুতর প্রবেশের জন্য ৪ ইঞ্চি x ৪ ইঞ্চি মাপের দরজা থাকে। খোপের সামনে এক বাক্স খড় রেখে দিলে কবুতর নিজে নিজে ডিমে তা দেয়ার বাসা তৈরি করে নিতে পারে। অনেক কবুতর একসাথে পালন করতে হলে পাশাপাশি অনেকগুলো খোপ তৈরি করে একতলা বা বাছতলা বিশিষ্ট ঘর করা যেতে পারে তবে একসাথে একই ঘরে এক জোড়ার বেশি কবুতর রাখা উচিত হবে না।
শিকারি পাখি বা বন্যক্কর আক্রমণ থেকে রক্ষার জন্য কবুতরের পর সাধারণ দুটির উপর মাটি হতে ৫-৬ ফুট উপরে বা বসত ঘরের চালের ছাউনির নিচে স্থাপন করে রাতের বেলা দরজা ভালোভাবে বন্ধ করে রাখতে হয়। মুক্ত আলো বাতাস প্রবেশের সুবিধার জন্য খোপের চারদিকে দু-একটি ছোট ছোট ছিদ্র রাখতে হয়। ঝড়বৃষ্টির হাত থেকে রক্ষার জন্য খোপের উপরের দিকে ভাল করে ছাউনি দিতে হয়। কাঠ, বাঁশ, বেত, বা লতাপাতা দিয়ে কবুতরের ঘর তৈরি করা যায়।
Read more