কম্পিউটারের মৌলিক সেটিংস সমূহ

এসএসসি(ভোকেশনাল) - মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড-২ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK
7
7

৩.১) কম্পিটারের তারিখ পরিবর্তন করা: 

ভারিখ পরিবর্তনের জন্য প্রথমে আমাদেরকে কম্পিউটারের সেটিংসে যেতে হবে। তারপর চিত্রের মত করে Time & Language এ যেতে হবে ক্লিক করতে হবে।

তারপরে যদি Set Time Automatically জন করে দেয়া হয় তবে, ইন্টারনেটের সাথে মিল করে কম্পিউটার টাইম দেখাবে। অথবা যদি মানুয়াল ভাবে সময় সেট করি তবে সেটাও করা যাবে। সেক্ষেত্রে টাইম জোনটি সেট করে দিতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশের টাইম জোন +6.00 GMT সেট করে দিতে হবে।

তারপরে একইভাবে রিজিয়ন এবং ভাষাও পরিবর্তন করা যেতে পারে। তবে, যদি Set Time Automatically করা থাকে সেক্ষেত্রে কোন কিছুরই পরিবর্তন করার দরকার হবেনা। কম্পিউটার নিজে থেকেই সব কিছু ঠিক করে নিবে।

৩.২) কি-বোর্ডের ভাষা পরিবর্তন করা:

কম্পিউটারে যখন Microsoft Office Install করা হয়, তখন স্বয়ংক্রিয়ভাবে এটি ইংরেজি ভাষা নির্বাচন করে থাকে। তবে যদি আমরা আমাদের ইচ্ছামতন একটি ভাষা ব্যবহার করতে চাই সেক্ষেত্রে সেই ভাষা পুনরায় Install করতে হবে, অথবা সেই ভাষার ফন্ট ইন্সটল করতে হবে

বাংলা ভাষা সেট করার জন্য আমরা ”বিজয়” বা ”অভ্র” সফটওয়ার ইন্সটল করতে পারি। “বিজয় বায়ান্ন ইন্সটল করলে আমরা ৪টি মুড কি-বোর্ডের ভাষা পরিবর্তন করতে পারবো। এজন্য আমরা আমাদের কম্পিউটারের নিচের দিকে বা উপরের দিকে (যেদিকে সফটওয়্যারের আইকন থাকবে সেদিকে) যাবো। তারপর চিত্রের ন্যায় একটি আইকন দেখতে পাবো ।

৩.৩) সঠিক নিয়মে কম্পিউটারের ফন্ট ইন্সটল করা:

কম্পিউটারের ফন্ট ইন্সটল করার জন্য আমরা ”বিজয় বয়ান্ন” বা ”অভ্র” সফটওয়্যারটি ইন্সটল করে নিবো তবে, আমাদের ফন্ট ইন্সটল করার প্রয়োজন হবেনা। কেননা বর্তমানে এসকল সফট্ওয়্যার অটোমেটিক ভাবে ফন্ট ইন্সটল করে দিয়ে থাকে।
এখন আমরা দেখবো যে, কিভাবে একটি কম্পিউটারে “বিজয় বায়ান্ন” সফটওয়্যার ইন্সটল করা যায়।
নিম্নে চিত্রের মাধ্যমে ইহা আলোচনা করে দেখানো হলো ।প্রথমে যেখানে “বিজয় বায়ান্ন” সফটওয়্যারটি রয়েছে সেখানে যেতে হবে। এখন “বিজয় বায়ান্ন” সফটওয়্যারের ফোল্ডারে প্রবেশ করতে হবে। তারপরে চিত্রে দেখানো এপ্লিকেশন ফাইলটি ওপেন করতে হবে।

৩.৪) ক্ষিন রেজুলেশন পরিবর্তন করা

কাজের সুবিধার্থে আমাদেরকে ক্ষিন রেজুলেশন পরিবর্তন করতে হয়। এটি পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ন, কারন সঠিকভাবে স্কীন রেজুলেশন পরিবর্তন করতে না পারলে ব্রাইটনেস বা অতিরিক্ত আলোর প্রভাবে আমাদের চোখ নষ্ট হয়ে যেতে পারে বা ধীরে ধীরে চোখের ক্ষতি সাধন হতে পারে। তাই কম্পিউটার চালানোর প্রথমে আমাদের কম্পিউটারের রেজুলেশন পরিবর্তন করে নিতে হবে।


সুতরাং স্ক্রীন রেজুলেশন পরিবর্তনের জন্য আমরা প্রথমে কম্পিউটারের ডেস্কটপে যাবো। তারপরে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। এরপরে মেনু থেকে "Display Setting” এ ক্লিক করতে হবে। ফলে নিম্নে চিত্রের মতন একটি স্ক্রীন দেখাবে।

এখান থেকে যদি আমরা নাইট মুস্তে যাই তবে, সম্পূর্ন কম্পিউটারটি নাইট মুডে চলে যাবে। নাইট মুক্ত রাজে কাজ করার জন্য খুবই উত্তম। তারপরে ডিসপ্লে রেজুলেশন চিত্রের মতন বা ব্যবহারকারীর সুবিধা মতন সেট করে দিতে হবে

এখানে থেকে কম্পিউটারের ফন্ট সাইজ ছোট বা বড় করা যাবে। সেক্ষেত্রে Scale and Layout গিয়ে সাইজ ১০০% অথবা ১২৫% করে দিতে হবে।

Content added By
Promotion