করোটি

একাদশ- দ্বাদশ শ্রেণি - জীববিজ্ঞান - জীববিজ্ঞান দ্বিতীয় পত্র | | NCTB BOOK
3

অক্ষীয় কঙ্কাল (Axial Skeleton)

কঙ্কালতন্ত্রের যে অস্থিগুলো দেহের লম্বঅক্ষ বরাবর অবস্থান করে কোমল, নমনীয় ও গুরুত্বপূর্ণ রাখে এবং দেহকান্ডের বিভিন্ন অংশকে যুক্ত করে অবলম্বন দান করে সেগুলোকে একত্রে অক্ষীয় কঙ্কাল বলে। অক্ষীয় কঙ্কাল করোটি, মেরুদন্ড এবং বক্ষপিঞ্জর-এ বিভক্ত। 

করোটি (Skull) : মুখমণ্ডলীয় ও করোটিকা অস্থি নিয়ে গঠিত মাথার কালিক গঠনকে করোটি বলে। ২৯টি অস্থি নিয়ে করোটি গঠিত । করোটির অস্থিগুলো করোটিকা বা খুলির অস্থি এবং মুখমন্ডলীয় অস্থি এ দুভাগে বিভক্ত।

ক.করোটিকা (Cranium) : করোটির যে অংশ মস্তিষ্ককে আবৃত করে রাখে তাকে করোটিকা বলে। ছয় ধরনের মোট আটটি সুগঠিত, চাপা শক্ত অস্থি নিয়ে করোটিকা গঠিত। অস্থিগুলো খাঁজকাটা কিনারাযুক্ত হওয়ায় একত্রে ঘন সন্নিবেশিত ও একে অন্যের সাথে সূচার সন্ধির (suture joint) মাধ্যমে দৃঢ়সংলগ্ন থাকে। করোটিকা যে সব অস্থি নিয়ে গঠিত সেগুলো হচ্ছে- কপাল নির্মাণকারী বড় ঝিনুকের মতো একটি ফ্রন্টাল (frontal), চারকোণা প্লেটের মতো দুটি প্যারাইটাল (parietal), চার অংশে বিভক্ত দুটি টেমপোরাল (temporal), খোলসের মতো একটি অক্সিপিটাল (occipital), ডানার মতো একটি স্ফেনয়েড (sphenoid) এবং ছিদ্রাল আড়াআড়ি প্লেটের মতো একটি এথময়েড (ethmoid)। 

কাজ : করোটিকা মস্তিষ্ককে আবৃত ও সুরক্ষিত করে।

খ.মুখমণ্ডলীয় অস্থি (Facial bones) : করোটিকার সামনের ও নিচের দিকের অংশ মুখমন্ডল। একটি জোড়অস্থি বা ম্যাক্সিলা (উর্ধ্বচোয়াল), U আকৃতির একটি ম্যান্ডিবল (mandible; নিম্নচোয়াল) চারকোণা দুটি জাইগোম্যাটিক (zygomatic), আয়তাকার দুটি ন্যাসাল (nasal) সম্বলিত  ল্যাক্রিমাল  (lacrimal), চারকোণা একটি ভোমার (vomer) এবং অনুলম্ব প্লেটে গঠিত দুটি প্যালেটিন (palatine) নিয়ে মুখমণ্ডল গঠিত।
 

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

প্যারাইটাল
টেম্পোরাল
স্ফেনয়েড
কোনোটিই নয়
Promotion