কর্মক্ষেত্রের কাজ করার প্রস্তুতি গ্রহণ

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-২ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK
11
11

৩১.১ কর্মক্ষেত্রের কাজ করার প্রস্তুতি গ্রহণ

কমার্শিয়াল এ্যাপ্লায়েন্সেস (ওয়াটার কুলার, ডি-হিউমিডিফায়ার, ডিসপ্লে কেইস ও বোতল কুলার ) স্থাপনের জন্য দক্ষ কারিগরের ঐ বিষয়ে ভালো ধারণা থাকতে হবে। ব্যক্তি অবশ্যই দক্ষতার সাথে সুরক্ষা পোশাক, পাতি ও মালামাল নির্বাচন করবে। পরিখের সুরক্ষা পোশাক অ্যাপ্রন, পালস, হেলমেট/ সুরক্ষা টুপি, মাক্ষ ও হ্যান্ড গ্লাভস এবং মালামাল (সার্কিট ব্রেকার, কম্বাইন্ড সুইচ সকেট, তার, ম্যাগনেটিং কন্ডাক্টর, ইনসুলেশন টেপ) নির্বাচন করে সাথে নিতে হবে। টুলস বক্সে নিতে হবে হ্যান্ড পাওয়ার ছিল মেশিন, ওয়্যার স্ট্রিপার, এ্যালেন কি, নোজ প্লায়ার, কম্বিনেশন প্লায়ার কাটিং প্লায়ার, ফ্লাট স্ক্রু ড্রাইভার, স্টার স্ক্রু ড্রাইভার, নিয়ন টেস্টার, ভ্যাকুয়াম পাম্প, এ্যাডজাস্টেবল রেঞ্জ । এখানে বিবেচ্য বিষয় অপ্রয়োজনীয় টুল্স দিয়ে টুলস বক্স ভারি করা যাবেনা।

 

 

Content added By
Promotion